ইংল্যান্ড দলে ডাক পেলেন ভারতীয় আরপি সিংয়ের ছেলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৫ আগস্ট ২০২২
ইংল্যান্ড দলে ডাক পেলেন ভারতীয় আরপি সিংয়ের ছেলে

ভারতের হয়ে খুব বেশিদিন খেলার সুযোগ পাননি পেসার রুদ্র প্রতাপ (আরপি) সিং। ক্রিকেট ক্যারিয়ার বড় করতে না পেরে এখন কোচিংয়ে মনোনিবেশ করেছেন। কোচিং করাচ্ছেন কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারে। পরিবার নিয়ে ইংল্যান্ডে থিতু হওয়া আরপি সিংয়ের ছেলে হ্যারি সিংকে নিজেদের অনূর্ধ্ব ১৯ দলে ডেকেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

কিছুদিন পর নিজেদের ঘরের মাঠে শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে সিরিজ খেলবে ইংল্যান্ডের যুবারা। ওই সিরিজে ইংল্যান্ড দলে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন আরপি সিংয়ের ছেলে হ্যারি সিং।

বাবা আরপি সিং আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন ভারতের। এদিকে ছেলে ইংল্যান্ড যুব দলে সুযোগ পেয়ে ইংলিশদের প্রতিনিধিত্ব করার পথে আরও একধাপ এগিয়ে গেলেন। ইংলিশ যুবাদের জার্সিতে খেলার আগে কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় একাদশের হয়ে নিজেকে প্রমাণ করেছিলেন হ্যারি।

ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পাওয়া হ্যারির জন্য জাতীয় দলের জার্সি পাওয়া যে কঠিন হয়ে দাঁড়াবে তা মনে করিয়ে দিয়েছেন রুদ্র। বলেন, “এটা মোটেও সহজ কাজ না। ভাগ্য ও অনেক বেশি রান করতে হবে। নব্বইয়ের দশকে অনেক ক্রিকেটার ছিল, যারা ঘরোয়া ক্রিকেটে ভালো করেও জাতীয় দলে আসতে পারেননি।”

“হ্যারি যত বড় হবে, তত দ্রুত তার টেকনিক্যাল সমস্যাগুলোর সমাধান করতে হবে। আগে পেস বোলিং করতো। একই সাথে ইনিংস ওপেন করা কঠিন। তাই তাকে ব্যাটিংয়ে মন দিয়ে স্পিন করতে বলেছি। এখন মাঝে মধ্যেই অফ স্পিন করে।”

২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা আরপি সিং ভারতের জার্সিতে খেলেছেন ১৪ টেস্ট, ৫৮ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি ম্যাচ। ২০০৭ সালে ভারতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল তার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

তরুণদের সুযোগ দিতেই শেষ ওভারে আবেশ খান: রোহিত

তরুণদের সুযোগ দিতেই শেষ ওভারে আবেশ খান: রোহিত

জিম্বাবুয়ের বিপক্ষে না খেলে বিশ্রামকে প্রাধান্য দিলেন কোহলি

জিম্বাবুয়ের বিপক্ষে না খেলে বিশ্রামকে প্রাধান্য দিলেন কোহলি

ব্যাঙ্গালুরুর কোচ হতে অস্ট্রেলিয়ার দায়িত্ব ছাড়লেন শ্রীধরন

ব্যাঙ্গালুরুর কোচ হতে অস্ট্রেলিয়ার দায়িত্ব ছাড়লেন শ্রীধরন

আইসিসির ক্রিকেট কমিটির নতুন মুখ ভেট্টোরি-লক্ষ্মণ

আইসিসির ক্রিকেট কমিটির নতুন মুখ ভেট্টোরি-লক্ষ্মণ