আইসিসির মাসে সেরার তালিকায় দ্রুততম সেঞ্চুরিয়ান ম্যাকওন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৩ পিএম, ০৩ আগস্ট ২০২২
আইসিসির মাসে সেরার তালিকায় দ্রুততম সেঞ্চুরিয়ান ম্যাকওন

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দ্বিতীয় ম্যাচেই রেকর্ড গড়া সেঞ্চুরি করেছিলেন গুস্তাভ ম্যাকওন। ওই সেঞ্চুরিতেই সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। পরের ম্যাচেও তার ব্যাটে দেখা মিলেছিল শতকের। দারুণ ছন্দে থাকা এই ক্রিকেটারকে এবার জুলাই মাসের সেরা ক্রিকেটারের তালিকায় রেখেছে আইসিসি।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের প্রথম চার ম্যাচেই পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলা ম্যাকওনের টি-টোয়েন্টি ক্যারিয়ারের মোট রান ৩৭৭। সবগুলো রানই করেছেন চলতি বছরে জুলাইয়ে অনুষ্ঠিত হওয়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপের আঞ্চলিক বাছাইপর্বে।

এই টুর্নামেন্টে প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা দুই ম্যাচে সেঞ্চুরির কীর্তিও গড়েছিলেন গুস্তাভ ম্যাকওন। টুর্নামেন্টের এই দারুণ ছন্দের কারণে এবার আইসিসির মাসসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন এই ক্রিকেটার। তার সঙ্গী হয়েছেন আইসিসির জুন সেরা জনি বেয়ারস্টো ও প্রভাত জয়াসুরিয়া। 

অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জয়ে বড় ভূমিকা রাখা প্রভাত জয়াসুরিয়া ক্যারিয়ারের প্রথম তিন টেস্টে তার শিকার ২৯ উইকেট। প্রভাত জয়াসুরিয়া ও গুস্তাভ ম্যাকওনের সঙ্গী বেয়ারস্টোও ছিলেন দারুণ ছন্দে।

ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে দুই ইনিংসেই তার ব্যাটে এসেছিল দুই সেঞ্চুরি। এছাড়াও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও তার ব্যাটে ছিল রানবন্যা।

নারীদের ক্রিকেটে জুনের মাসসেরা হওয়ার তালিকায় আছেন ইংলিশ ব্যাটার এমা ল্যাম্ব, অলরাউন্ডার ন্যাট সিভার ও ভারতের ডানহাতি পেসার রেনুকা সিং।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বারর আজমের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ভারতের সূর্যকুমার

বারর আজমের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ভারতের সূর্যকুমার

জিম্বাবুয়ের হয়ে খেলতে চান ইংলিশ ব্যাটার গ্যারি ব্যালেন্স

জিম্বাবুয়ের হয়ে খেলতে চান ইংলিশ ব্যাটার গ্যারি ব্যালেন্স

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে রিয়াদ-আফিফের উন্নতি, অবনতিতে নাসুম

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে রিয়াদ-আফিফের উন্নতি, অবনতিতে নাসুম

টি-টোয়েন্টিতে টানা দুই সেঞ্চুরির রেকর্ড ফরাসি গুস্তাভ ম্যাকওনের

টি-টোয়েন্টিতে টানা দুই সেঞ্চুরির রেকর্ড ফরাসি গুস্তাভ ম্যাকওনের