চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াবে অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে বিগব্যাশ। এই টুর্নামেন্টের মাঝপথেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। স্বাভাবিকভাবেই বাংলাদেশি ক্রিকেটারদের বিগব্যাশে পাওয়া যাবে না। তবুও প্লেয়ার ড্রাফটে নাম তুলেছেন তিন বাংলাদেশি ক্রিকেটার।
এবারই প্রথমবারের মতো বিগব্যাশে অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। এই প্লেয়ার ড্রাফটের জন্য ১৮০ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। সেখান থেকে ৯৮জন ক্রিকেটারকে প্লেয়ার ড্রাফটের চূড়ান্ত তালিকায় রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
এই তালিকায় বাংলাদেশ থেকে আছেন দুই পেসার আল আমিন হোসেন ও শফিউল ইসলাম। তাদের সঙ্গী হয়েছেন, চলতি বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা অলরাউন্ডার রিপন মন্ডল।
চলতি বছরের ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে বিগব্যাশের প্লেয়ার ড্রাফট। সেখানেই জানা যাবে তারা দল পাবেন কি-না।
দল পেলেও তারা খেলতে পারবেন কি-না তা নিয়ে রয়েছে সন্দেহ। কারণ, একই সময়ে দেশের মাটিতে অনুষ্ঠিত হবে বিপিএলের ৯ম আসর। এবার তিন বছরের চুক্তিতে ফ্রাঞ্চাইজি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
কিছুদিন আগেই বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরি জানিয়েছিলেন, বিপিএল চলাকালীন বাংলাদেশের কোনো ক্রিকেটারকেই বিদেশি কোনো লিগে অনুমতি দেওয়া হবে না। তাই দল পেলেও তাদের দলে খেলা নিয়ে রয়েছে শঙ্কা।
উল্লেখ্য, বিগব্যাশ চলাকালীন সময় বিপিএল ছাড়াও অনুষ্ঠিত হবে আরব আমিরাতের নতুন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইএলটি২০ ও দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি লিগ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর