আফগানিস্তানের লিগে বিষ্ফোরণ, খেলোয়াড়দের দেশে ফেরার নির্দেশ পাকিস্তানের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩২ পিএম, ০১ আগস্ট ২০২২
আফগানিস্তানের লিগে বিষ্ফোরণ, খেলোয়াড়দের দেশে ফেরার নির্দেশ পাকিস্তানের

আফগানিস্তানের ক্রিকেট লিগে বোমা বিষ্ফোরণের জেরে ক্রিকেটারদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটিতে থাকা ক্রিকেটারদের যত দ্রুত সম্ভব পাকিস্তানে ফেরার নির্দেশ দিয়েছে পিসিবি। 

শুক্রবার (২৯ জুলাই) কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে শাপুজা টি-টোয়েন্ট ক্রিকেট টুর্নামেন্টে বান্দ ই আমির ড্রাগনস ও পামির জালমির মধ্যকার ম্যাচ চলাকালীন আচমকাই বোমা বিষ্ফোরণে কেপে ওঠে পুরো স্টেডিয়াম। 

বিস্ফোরণে ক্রিকেটার ও কর্মকর্তা অক্ষত থাকলেও আহত হয়েছেন খেলা দেখতে আসা চারজন  সমর্থক।

বিষ্ফোরণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার হইচই শুরু হয়ে যায় ক্রিকেট বিশ্বে। যদিও লিগ বন্ধ বা সাময়িক স্থগিতও করেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিএ)। 

আফগানিস্তানের ক্রিকেট মাঠে বিস্ফোরণ, আহত চার

ওই লিগে পাকিস্তান থেকে মোট চারজন ক্রিকেটার অংশ নিয়েছেন। তারা হলেন, মীর হামজা, আসিফ আফ্রিদি, কামরান গুলহাম ও ইফতিকার আহমেদ।

ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তনের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। 

এটি লিগের অষ্টম আসর হলেও তালিবান সরকারের অধীনে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। আর প্রথম আসরেই এরকম বিষ্ফোরণের ঘটনা ঘটলো।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

জাতীয় দলে ফেরার আশা ছেড়ে দিয়েছেন কামরান

জাতীয় দলে ফেরার আশা ছেড়ে দিয়েছেন কামরান

কাশ্মীর ইস্যুতে দাবা অলিম্পিয়াড থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার

কাশ্মীর ইস্যুতে দাবা অলিম্পিয়াড থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার

গিলক্রিস্টের দৃষ্টিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিতে উঠতে পারবে না বাংলাদেশ

গিলক্রিস্টের দৃষ্টিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিতে উঠতে পারবে না বাংলাদেশ

তিন ফরম্যাটের শীর্ষস্থান দখলে আরও কাছে বাবর

তিন ফরম্যাটের শীর্ষস্থান দখলে আরও কাছে বাবর