তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনজুরিতে পড়ে তিন সপ্তাহের জন্য দল থেকে ছিটকে গেছেন নুরুল হাসান সোহান। তার বদলি হিসেবে তৃতীয় টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিবেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়াও ইনজুরি আক্রান্ত সোহানের বদলি হিসেবে টি-টোয়েন্টি স্কোয়াডে ঢুকেছেন ‘বিশ্রাম’ পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ।
রোববার (৩১ আগস্ট) জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে উইকেটের পিছনে ক্যাচ নিতে গিয়ে ইনজুরিতে পড়েন নুরুল হাসান। সেই ইনজুরি নিয়ে ম্যাচের বাকি অংশ উইকেটের পিছনে দাঁড়িয়েছিলেন তিনি।
ম্যাচ শেষে করা স্ক্যানে জানা যায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন তিনি। ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডেতেও খেলবেন না তিনি।
অধিনায়ক নুরুল হাসান সোহান ইনজুরিতে পড়ায় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই বিভিন্ন দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।
সৈকতকে অধিনায়ক করার দিনে ‘বিশ্রাম’ শেষে টি-টোয়েন্টি দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে দলে ফেরানোর বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এর আগে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলকে বিশ্রাম দিয়েছিল তাকে। তবে দুই ম্যাচ না জেতেই শেষ হয়েছে রিয়াদের বিশ্রাম।
এই বিশ্রাম শেষে দল ফিরলেও তাকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের দায়িত্ব দেয়নি বিসিবি। বরং, মোসাদ্দেকেই রেখেছে ভরসা।
বাংলাদেশ স্কোয়াড
মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন , মাহমুদউল্লাহ রিয়াদ , শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত।
স্পোর্টসমেইল২৪/পিপিআর