২০১৭ সালের পর আর পাকিস্তানের জার্সিতে মাঠে নামা হয়নি উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলের। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকদের ভাবনাতেও নেই। সব মিলিয়ে পাকিস্তান দলে ফেরার আশাই ছেড়ে দিয়েছেন তিনি।
চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই দল গোছানো কাজ শুরু করে দিয়েছে দলগুলো।
পাকিস্তান দলে এখন একাধিক উইকেটরক্ষক ব্যাটার রয়েছেন। উইকেটের পিছনে ও ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান। সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ রয়েছেন দ্বিতীয় পছন্দ হিসেবে।
এতসব উইকেটরক্ষক ব্যাটারের ভিড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলে তার ডাক পাওয়ার সম্ভাবনা একদম শূন্য বলা যায়। রিজওয়ানের প্রশংসা করার সঙ্গে সঙ্গে দলে নিজের সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে না খেলে বিশ্রামকে প্রাধান্য দিলেন কোহলি
বলেন, "টি-টোয়েন্টিতে এই মুহূর্তে সে (রিজওয়ান) দুর্দান্ত ফর্মে রয়েছে। কেউই তার জায়গা পূরণ করতে পারবে না। আমি জাতীয় দলের (পাকিস্তান) টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাবো না।”
পাকিস্তান দল নির্বাচনে বিতর্ক নিত্যদিনের সঙ্গী। কামরান যেন সেটাই আরও একবার মনে করিয়ে দিতে চাইলেন। দল নির্বাচনে যেন ব্যক্তিগত সম্পর্ক প্রভাব না ফেলে সেটার ব্যাপারে সতর্ক করে দেন এই পাকিস্তানি উইকেটরক্ষক।
“পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল বন্ধুত্বের সম্পর্কের উপর ভিত্তি করে নির্বাচন কর উচিত নয়। অস্ট্রেলিয়ার কন্ডিশন বিবেচনা করেই দল নির্বাচন করা উচিত” যোগ করেন কামরান।
পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৫৩টি টেস্ট খেলেছেন কামরান আকমল। যেখানে তার সংগ্রহ ২৬৪৮ রান। ১৫৭ম্যাচে এই উইকেটরক্ষকের সংগ্রহ ৩২৩৬ রান। পাকিস্তানের জার্সিতে ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি, যেখানে রান করেছেন ৯৮৭।
স্পোর্টসমেইল২৪/এসকেডি