তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিনিয়র ক্রিকেটারদের ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেছিল লাল সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে সিকান্দার রাজার ব্যাটিং তাণ্ডবে ২০৫ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে জিম্বাবুয়ে।
শনিবার (৩০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের উপর চড়াও হয়ে খেলতে শুরু করে জিম্বাবুয়ে।
৪৩ রানে রেগিস চাকাভা ও ক্রেইগ আরভিন ফিরলে দলের হাল ধরেন শন উইলিয়ামস ও ওয়েসলি মাধেব্রে। এই দুইজনের ঝড়ে ভর করে ১২তম ওভারেই শতরানের কোটা পার করে জিম্বাবুয়ে।
শন উইলিয়ামস ১৯ বলে ৩৩ রান করে ফিরলেও থামেনি ওয়েসলি মাধেব্রের ঝড়। বরং, সিকান্দার রাজাও যোগ দেন সেই তাণ্ডবে। শেষ পর্যন্ত এই দুই ব্যাটারের ঝড়ে ২০৫ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।
২৬ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬৫ রানের ইনিংস খেলেন সিকান্দার রাজা। বিপরীতে ৪৬ বলে ৯ চারে ৬৭ রান তোলেন ওয়েসলি মাধেব্রে। ইনিংসের শেষ বল মোকাবিলা করার আগে ইনজুরিতে প্যাভিলিয়নে ফেরেন মাধেব্রে।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, নাসুম আহেমদ ও মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৫০ রান দেন কাটার মাস্টার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর