অস্ট্রেলিয়ার সর্বশেষ অ্যাশেজ জয়ের সময় দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জাস্টিন ল্যাঙ্গার। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সাথে মতের মিল না হওয়ায় অ্যাশেজ জয়ের পর দায়িত্ব ছেড়েছেন। এরপর থেকে গুঞ্জন ছিল ফিরবেন কোচিংয়ে। তবে কোচিং নয়, নিজের ভবিষ্যত পেশা হিসেবে বেছে নিয়েছেন ধারাভাষ্যকে।
অস্ট্রেলিয়া জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর বিগব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্সের দায়িত্ব নেওয়ার সুযোগ ছিল ল্যাঙ্গারের সামনে। তবে সেই দায়িত্ব নেননি।
এখন অস্ট্রেলিয়ার সম্প্রচার স্বত্ব পাওয়া চ্যানেল সেভেনে ধারাভাষ্য দিবেন তিনি। ঠিক কত বছরের জন্য প্রতিষ্ঠানটির সাথে যুক্ত হয়েছেন তা এখনো জানা যায়নি। তাকে শুধুমাত্র অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচেই ধারাভাষ্য দিতে দেখা যাবে।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচগুলো সম্প্রচারের দায়িত্ব চ্যানেলের সেভেনের কাছে। তাই তার ধারাভাষ্য শুনতে অপেক্ষা করতে হবে চলতি বছরের নভেম্বরের শেষ পর্যন্ত।
চলতি বছরের নভেম্বরের শেষে অস্ট্রেলিয়া সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। সেই সফরে ক্যারিবিয়ানদের দুইটি টেস্ট খেলার কথা রয়েছে।
জ্যাস্টিন ল্যাঙ্গার ছাড়াও চ্যানেল সেভেনের সাথে যুক্ত আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তিনিও অস্ট্রেলিয়ার ঘরের মাঠে অনুষ্ঠিতব্য টেস্ট ম্যাচগুলোতেই ধারাভাষ্য দিবেন।
ধারাভাষ্য ছাড়াও বিগব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্স ও আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের সাথে যুক্ত আছেন বিশ্বকাজয়ী সাবেক এই অধিনায়ক।
স্পোর্টসমেইল২৪/পিপিআর