তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার এক রাইলি রুশোর কাছেই হারতে হয়েছে ইংল্যান্ডকে। একাই ৯৬* রানের টর্নেডো ইনিংসে ইংল্যান্ডকে রানের নিচে চাপা দিয়েছেন ছয় বছর পর দলে ফেরা এই ব্যাটার।
অথচ ইনিংসের ১০ম ওভারে আউট হয়ে ফিরে যেতে পারতেন তিনি। ৯.৬ ওভারে ক্রিস জর্ডানের বলে উইকেটের পিছনে রুশোর ক্যাচ ধরেন ইংলিশ অধিনায়ক ও উইকেটরক্ষক জস বাটলার। তখন রুশোর ব্যক্তিগত সংগ্রহ মাত্র ৩৭!
তবে মাঠে থাকা দুই আম্পায়রের মনে হয়েছে বাটলার বলই ব্যাটে লাগেনি। তাই তারা ইংল্যান্ডের আবেদন নাকচ করে দেন। ফলে বাধ্য হয়ে রিভিউ নিতে হয় বাটলারকে।
পরে তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত গেলে, টিভি রিপ্লেতে দেখা যায়, বল রুশোর ব্যাটে লাগলেও বাটলারের গ্লাভসে ঢোকার আগে মাটি স্পর্শ করেছে। তাই মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই রেখে দেন তৃতীয় আম্পায়ার।
রুশোর বিষ্ফোরক ইনিংসে সিরিজ বাঁচিয়ে রাখলো আফ্রিকা
এমনিতেও মাঠের আম্পায়ারের সফট সিগন্যালের সিদ্ধান্ত পাল্টাতে হলে সুস্পষ্ট তথ্য থাকতে হয় টিভি আম্পায়ারের কাছে। রুশোর এই আউট নিয়েই মৃদু বিতর্ক সৃষ্টি হয়েছে ক্রিকেট বিশ্বে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজে বিশ্রামে থাকা ইংলিশ অলরাউন্ডার এই ঘটনার জেরে ক্রিকেট থেকেই সফট সিগন্যাল উঠিয়ে দেওয়ার কথা বলেছেন।
ম্যাচ চলাকালীন এক টুইট বার্তায় স্টোকস বলেন, "আচ্ছা, তৃতীয় আম্পায়ার সফট সিগন্যাল ছাড়াই সিদ্ধান্ত নিলেন…তাহলে দয়া করে এই সফট সিগন্যাল থেকে কি আমরা মুক্তি পেতে পারি!"
Ohh 3rd umpire makes a decision with out a soft signal..so can we get rid of he soft signal now….PLEASE! https://t.co/9D4Z8St05X
— Ben Stokes (@benstokes38) July 28, 2022
ম্যাচ শেষে ওই সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেন ইংলিশ অধিনায়ক বাটলারও। ক্যাচটি নিখুঁতভাবেই নেওয়া হয়েছিল মনে হয়েছে তার।
বলেন, "আমার মনে হয়েছিল ক্যাচটি নিয়েছি। তবে সিদ্ধান্ত যাদের ওপর, তারা সেটি মনে করেনি। হার সব সময়ই হতাশার, ধারাবাহিক হতে কঠোর পরিশ্রমই করছি আমরা। তবে নিজেদের সেরাটা দিতে পারিনি।"
৩৭ রানে ওই ‘জীবন” পাওয়ার পর আরও ৫৯ রান যোগ করেছেন রুশো। ফলে রুশোকে তখন ফেরানো গেলে এই ম্যাচ ইংল্যান্ড জিতেও যেতে পারতো।
সফট সিগন্যাল নিয়ে অবশ্য এই প্রথম বিতর্কের সৃষ্টি হলো না। এর আগেও অনেকবারই ক্রিকেটের এই নিয়ম উঠিয়ে দেওয়ার আলোচনা উঠেছে। এলবিডব্লু বা কট বিহাইন্ডের ক্ষেত্রে যেমন হক আই ও আলট্রা এজ বা স্নিকোর মতো প্রযুক্তি আছে, তেমনি ক্যাচের ক্ষেত্রে টেলিভিশন আম্পায়ারকে নির্ভর করতে হয় শুধু রিপ্লের ওপরই।
স্পোর্টসমেইল২৪/এসকেডি