দীর্ঘ ছয় বছর অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন শ্রীধরন শ্রীরাম। এবার অস্ট্রেলিয়ার স্পিন কোচের দায়িত্ব ছেড়ে নিজ দেশে ফিরবেন এই কোচ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দায়িত্ব নিবেন তিনি।
২০১৬ সালে কোচ ড্যারেন লেহম্যানের অধীনে অস্ট্রেলিয়া দলে প্রথম কাজ করার সুযোগ পান শ্রীধরন। সেই থেকে দলটির কোচিং প্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
তার অধীনেই নিজেদের সেরাটা দিয়েছেন নাথান লায়ন, অ্যাডাম জাম্পা, অ্যাশটন অ্যাগাররা। এবার তাদের দায়িত্ব ছেড়ে নতুন চ্যালেঞ্জ নিতে চান শ্রীধরন।
বিবৃতিতে শ্রীধরন বলেন, “ছয় বছর দায়িত্ব পালনের পর আমি সিদ্ধান্ত নিয়েছে আমি অস্ট্রেলিয়া দলের সহকারী কোচের দায়িত্ব ছেড়ে দিবো। তাদেরকে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত করাটা আমার জন্য দারুণ বিষয় ছিল। তিন ফরম্যাটে সবার সাথে কাজটা ভালো অভিজ্ঞতা ছিল। আমি তাদের সাথে অ্যাশেজেও কাজ করতে পেরেছি।”
অস্ট্রেলিয়ার সাথে দীর্ঘ সময় কাজ করা শ্রীধরন চলতি বছর পাকিস্তান সফরে দলের সাথে ছিলেন না। সেই সময় অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি।
দায়িত্ব ছাড়ার সময় ক্রিকেট অস্ট্রেলিয়া ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে শ্রীধরন। বলেন, “আমি ক্রিকেট অস্ট্রেলিয়া, কোচ ও খেলোয়াড় সবার কাছে কৃতজ্ঞ। আশা করি তারা ভবিষ্যতে আরও দারুণ কিছু করবে।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর