আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি লিগে সর্বোচ্চ পারিশ্রমিক সাড়ে ৪ লাখ ডলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৩ পিএম, ২৯ জুলাই ২০২২
আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি লিগে সর্বোচ্চ পারিশ্রমিক সাড়ে ৪ লাখ ডলার

২০২৩ সালের জানুয়ারিতে মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি লিগ ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি)। টুর্নামেন্টটিতে সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা একেকজন আয় করবেন সাড়ে চার লাখ ডলার। এমনটাই জানিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আইএলটি হতে যাচ্ছে আইপিলের পর ক্রিকেটারদের জন্য সবচেয়ে লাভজনক টি-টোয়েন্টি লিগ। আইপিএলে সর্বোচ্চ আয় করা ক্রিকেটারদের পকেটে যায় প্রায় ২০ লাখ ডলার। এছাড়াও পিএসএলে পায় ২ লাখ ডলার, দ্য হানড্রেডে ১ লাখ ৬৪ হাজার ও বিগব্যাশে এই পরিমান ২ লাখ ৩৮ হাজার ডলার।

এমন বিপুল পরিমাণ অর্থ ক্রিকেটারদের আইএলটির দিকে আকর্ষিত করবে বলে মনে করেন অনেক ক্রিকেট সমর্থক। এরই মধ্যে গুঞ্জন উঠেছে নিজ দেশের ফ্রাঞ্চাইজি লিগ বিগব্যাশ বাদ দিয়ে আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে খেলবেন তিনি।

আইএলটি এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) টুর্নামেন্ট নয়। এটি আয়োজন করছে ইসিবির ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনি ও সাধারণ সম্পাদক মুবাশির উসমানি। তাদের যৌথ উদ্যোগে মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট।

টুর্নামেন্টের আয়োজকরা জানিয়ে দিয়েছে দলগুলো এক মৌসুমের জন্য খরচ করতে পারবে আড়াই মিলিয়ন ইউরো। দলগুলো ১৮জন খেলোয়াড়কে দলে নিতে পারবে। একাদশে কতজন দেশি-বিদেশি ক্রিকেটার খেলতে পারবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

২০২৩ সালের ৬ জানুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ১২ ফেব্রুয়ারি। টুর্নামেন্টে মোট আয়োজিত হবে ৩৪ ম্যাচ। টুর্নামেন্টটিতে বিনিয়োগ করেছে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানস, কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। এছাড়াও আছে ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাটেডের বিনিয়োগও।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ফ্রাঞ্চাইজি লিগের দল গালফ টাইটান্সের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার

ফ্রাঞ্চাইজি লিগের দল গালফ টাইটান্সের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার

৬ জানুয়ারি মাঠে গড়াবে ‘ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি’

৬ জানুয়ারি মাঠে গড়াবে ‘ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি’

আরব আমিরাতে ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলো ম্যানইউ মালিক

আরব আমিরাতে ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলো ম্যানইউ মালিক

আমিরাতের টি-টোয়েন্টি লিগেও দল নিলো শাহরুখের নাইট রাইডার্স

আমিরাতের টি-টোয়েন্টি লিগেও দল নিলো শাহরুখের নাইট রাইডার্স