বিদেশের মাটিতে জুলাইয়ে অনুষ্ঠেয় বাংলাদেশ ও উইন্ডিজের মধ্যকার সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ডিজিটাল ওয়ালেট আইপে সিস্টেমস লিমিটেড। এর ফলে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হলো এ প্রতিষ্ঠানটি।
সম্প্রতি রাজধানীর গুলশানে আইপের প্রধান কার্যালয়ে টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি করেছে আইপে। চুক্তিতে সই করেন আইপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহিদুল আহসান ও টোটাল স্পোর্টসের এমডি মো. মইনুল হক চৌধুরী।
অনুষ্ঠানে শহিদুল আহসান বলেন, বিদেশের মাটিতে আইপের মতো একটি দেশীয় প্রতিষ্ঠান এ দেশেরই খেলায় স্পন্সর করছে, যা গর্ব করার মতো। বিদেশের পেপ্যাল বা পেটিএমের মতো আমাদের আইপে অ্যাপটি দেশকে ক্যাশলেস সোসাইটি হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকারিয়া স্বপন বলেন, আইপে বাংলাদেশের প্রথম ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম। এর আগে বাংলাদেশ এ ধরনের সার্ভিস দেখেনি। আমরা ডিজিটাল বাংলাদেশে বিশ্বাস করি। ক্রিকেটের সঙ্গে আইপের যে সম্বন্বয়টি আমরা আজকে করলাম, আশা করি এ ধারা অব্যাহত থাকবে।
মইনুল হক চৌধুরী আইপের সঙ্গে চুক্তিকে গর্ব বলে অভিহিত করেন।
সিরিজে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরসূচি :-
টেস্ট সিরিজ
প্রথম টেস্ট ০৪-০৮ জুলাই অ্যান্টিগা
দ্বিতীয় টেস্ট ১২-১৬ জুলাই জ্যামাইকা
ওয়ানডে সিরিজ
প্রথম ওয়ানডে ২২ জুলাই গায়ানা
দ্বিতীয় ওয়ানডে ২৫ জুলাই গায়ানা
তৃতীয় ওয়ানডে ২৮ জুলাই সেন্ট কিটস
টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি ৩১ জুলাই সেন্ট কিটস
দ্বিতীয় টি-টোয়েন্টি ৪ আগস্ট ফ্লোরিডা
তৃতীয় টি-টোয়েন্টি ৫ আগস্ট ফ্লোরিডা।