ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মিথুন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৮ জুলাই ২০২২
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মিথুন

বাংলাদেশ জাতীয় দলের পর এবার ওয়েস্ট ইন্ডিজ সফর করবে ‘এ’ দল। সফরে দুইটি আনঅফিসিয়াল টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে দুই দল। এই সিরিজে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিবেন মোহাম্মদ মিথুন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ‘এ’ দলের কোচ, ম্যানেজার ও অধিনায়ক। এই সংবাদ সম্মেলনেই জানানো হয় অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মিথুন। রোববার (৩১ জুলাই) বাংলাদেশ দলের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছানোর কথা রয়েছে।

সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বর-অক্টোবরে সিরিজ খেলেছিল বাংলাদেশ ‘এ’ দল। সেবার শ্রীলঙ্কা সফর করেছিল। প্রায় তিন বছর পর ‘এ’ দলের এবারের সফর ওয়েস্ট ইন্ডিজে।

এই সফরে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে কাজ করবেন নির্বাচক আব্দুর রাজ্জাক। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন- তিন বছর পর সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

উইন্ডিজে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলবেন ফর্মহীনতায় দল থেকে বাদ পড়া সৌম্য সরকার ও সাব্বির রহমান। এছাড়াও আছেন তরুণ শাহাদাত হোসেন দিপু, মকিদুল ইসলাম মুগ্ধ, জাকের আলি ও মৃত্যুঞ্জয় চৌধুরিরা।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দারুণ বল করে ইনজুরির কারণে ছিটকে পড়েছিলেন স্পিনার নাঈম হাসান। তাকেও ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পাঠাচ্ছে বিসিবি।

চলতি বছরের ৪ আগস্ট প্রথম চার দিনের ম্যাচের মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয়টি শুরু হবে ১০ আগস্ট। তিনটি একদিনের ম্যাচ আয়োজিত হবে যথাক্রমে ১৬,১৮ ও ২০ আগস্ট। সবগুলো ম্যাচই আয়োজিত হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর  



শেয়ার করুন :


আরও পড়ুন

ডাবল সেঞ্চুরি হাঁকালেন মোহাম্মদ মিঠুন

ডাবল সেঞ্চুরি হাঁকালেন মোহাম্মদ মিঠুন

দলে সোহানের জায়গা ‘প্রায় পাকা’

দলে সোহানের জায়গা ‘প্রায় পাকা’

পরবর্তী চার বছরে ভারত-অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ

পরবর্তী চার বছরে ভারত-অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ

বাংলাদেশ ‘এ’ দলে সৌম্য-সাব্বির, নেই মুমিনুল

বাংলাদেশ ‘এ’ দলে সৌম্য-সাব্বির, নেই মুমিনুল