শ্রীলঙ্কার এশিয়া কাপ আরব আমিরাতে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৫ পিএম, ২৭ জুলাই ২০২২
শ্রীলঙ্কার এশিয়া কাপ আরব আমিরাতে

রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার কারণে নিজ দেশে এশিয়া কাপ-২০২২ আয়োজন সম্ভব নয় বলে আগেই জানিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে নতুন করে কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে চলছিল নানা আলোচনা। অবশেষে সেটিও জানা গেছে। নিজ দেশে আয়োজন করতে না পারায় সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ-২০২২ আসর আয়োজন করবে শ্রীলঙ্কা ক্রিকেট। 

বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি) এ তথ্য নিশ্চিত করেছে। বলা হয়, এশিয়া কাপের ২০২২ সালের আসরটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও আয়োজক হিসেবে শ্রীলঙ্কাই থাকছে।

এসিসি সভাপতি জয় শাহ জানিয়েছেন, শ্রীলঙ্কার আয়োজনের সবধরনের চেষ্টাই করা হয়েছিল। বাধ্য হয়েই আরব আমিরাতে সরিয়ে নিতে হয়েছে টুর্নামেন্টের এই আয়োজন।

শ্রীলঙ্কার বোর্ড প্রধান শাম্মি সিলভা জানান, বহুজাতিক এই টুর্নামেন্ট আয়োজনে চেষ্টার কমতি রাখেনি শ্রীলঙ্কা। তবে পরিস্থিতি বিবেচনাতে এটিকে সরিয়ে নেওয়া হয়েছে।

পাঁচ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ আয়োজনের স্বত্ব পেল আরব আমিরাত। এর আগে ২০১৮ সালে এশিয়া কাপের সর্বশেষ আসর আয়োজিত হয়েছিল দেশটিতে।

মূল পর্বের আগে ২০ থেকে ২৬ আগস্ট এশিয়া কাপের বাছাইপর্ব আয়োজিত হওয়ার কথা ছিল। তবে টুর্নামেন্টের এই অংশ কোথায় আয়োজিত হবে তা এখনো নিশ্চিত করেনি এসিসি।

এশিয়া কাপের মূল পর্বে খেলবে টেস্ট খেলুড়ে পাঁচ দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাছাইপর্ব খেলবে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও আরব আমিরাত। এই চার দলের একটি খেলবে মূল পর্বে।

স্পোর্টসমেইল২৪/আরএস/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপ আয়োজন থেকে সরে দাঁড়ালো শ্রীলঙ্কা

এশিয়া কাপ আয়োজন থেকে সরে দাঁড়ালো শ্রীলঙ্কা

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই: কোহলি

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই: কোহলি

‘স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতবো, বিশ্বকাপ জিতবো’

‘স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতবো, বিশ্বকাপ জিতবো’

ব্যস্ত সূচি, রোটেশন নীতি গ্রহণ করতে পারে বিসিবি

ব্যস্ত সূচি, রোটেশন নীতি গ্রহণ করতে পারে বিসিবি