দিনকে দিনকে বাড়ছে ক্রিকেটের পরিধি। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে যুক্ত হলো আরও তিন দেশ। আইসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন দেশকে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) আইসিসির এজিএম শেষে দেওয়া এক বিবৃতিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করে আইসিসি। নতুন সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হয়েছে কম্বোডিয়া, উজবেকিস্তান ও আইভেরি কোস্ট।
এশিয়ার ২৪ ও ২৫তম সদস্য কম্বোডিয়া ও উজবেকিস্তান। আর আফ্রিকার ২১তম দেশ হিসেবে সদস্যপদ পেয়েছে আইভেরি কোস্ট। এই নিয়ে আইসিসি সদস্য দেশের সংখ্যা দাঁড়ালো ১০৮ এ। এর মধ্যে ৯৬ টি সহযোগী সদস্য ও ১২ দেশ পূর্ণ সদস্য।
২০২১ সালে আইসিসির সর্বশেষ এজিএমে সদস্য পদ পেয়েছিল এশিয়ার দুই দেশ মঙ্গোলিয়া ও তাজিকিস্তান। এছাড়াও সদস্য পদ পেয়েছিল সুইজারল্যান্ড।
আইসিসির সদস্যপদ পাওয়ায় দেশগুলো এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারবে। তবে এখনই তারা পাবে না ওয়ানডে স্ট্যাটাস। এটি পেতে পূরণ করতে হবে আইসিসির নির্ধারিত শর্ত।
স্পোর্টসমেইল২৪/পিপিআর