টেস্ট ক্রিকেটকে তার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে আইসিসি। প্রথম চক্র শেষে শুরু হয়েছে দ্বিতীয় চক্র। প্রথম চক্রের ফাইনাল আয়োজিত হয়েছিল সাউথহ্যাম্পটনে। এবার দ্বিতীয় ও তৃতীয় চক্রের ফাইনালের ভেন্যু নির্ধারিত করেছে আইসিসি।
মঙ্গলবার (২৬ জুলাই) ইংল্যান্ডের বার্মিংহামে বসেছিল আইসিসির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এই সভা শেষে এক বিজ্ঞপ্তিতে দ্বিতীয় চক্রের ভেন্যু হিসেবে লর্ডসের নাম ঘোষণা করে আইসিসি।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ভেন্যু হিসেবেও ছিল লর্ডসের নাম। তবে করোনাভাইরাস মহামারির কারণে সেই ভেন্যু লর্ডস থেকে সরিয়ে নেওয়া হয় সাউথহ্যাম্পটনে। বৃষ্টি বিঘ্নিত ওই ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড।
প্রথম ফাইনালের মতো দ্বিতীয় ও তৃতীয় ফাইনাল আয়োজনের দায়িত্বও পড়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাঁধে। এবার অবশ্য ভেন্যু হিসেবে নির্ধারণ করেছে ‘ক্রিকেট মক্কা’ খ্যাত লর্ডসকে। ভেন্যু চূড়ান্ত হলেও কবে এই দুই ফাইনাল অনুষ্ঠিত হবে তা এখনো নিশ্চিত করে জানায়নি আইসিসি।
আইসিসির এজিএমে নারী ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ভেন্যু ছাড়াও পাস হয়েছে ভবিষ্যত সফরসূচিও (এফটিপি))। অতি শীঘ্রই এফটিপি প্রকাশ করা হবে বলে জানিয়ে দিয়েছে আইসিসি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর