ইউক্রেনে চলমান রাশিয়ান আগ্রাসনের কারণে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে এক ঘরে হয়ে পড়েছে রুশ ক্রীড়া ফেডারেশন। এবার সেই তালিকায় যুক্ত হলো ক্রিকেটও। তবে সেটা আগ্রাসনের কারণে না। আইসিসির শর্ত পূরণ করতে না পারায় ২০২১ সালে সাময়িক নিষেধাজ্ঞা রাশিয়াকে এবার স্থায়ীভাবে বহিষ্কার করেছে আইসিসি। একই কারণে সদস্যপদ পায়নি ইউক্রেন ক্রিকেট ফেডারেশন।
২০২১ সালে আইসিসির বার্ষিক সাধারণ সভায় সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল রাশিয়ান ক্রিকেট ফেডারেশন। তখন জানানো হয়েছিল পরবর্তী বার্ষিক সাধারণ সভার আগে সব শর্ত পূরণ করতে পারলে ফেরত পাবে সদস্যপদ। তবে এক বছরেও তা করতে না পারায় এবার স্থায়ীভাবে নিষিদ্ধ হলো তারা।
আইসিসি সদস্যপদ শর্তের ২.২ (এ) (১), ২.২ (বি) (১) এবং ২.২ (বি) (২) অনুযায়ী ক্রিকেট কাঠামো তৈরি করতে ব্যর্থ রাশিয়ান ক্রিকেট ফেডারেশন। এমনকি নির্ধারিত সময়ের মধ্যে তৈরি করতে পারেনি নিজস্ব কোনো গঠনতন্ত্র। এছাড়াও নেই নিজস্ব কোনো মাঠ। এইসব দিক বিবেচনায় তাদেরকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
এদিকে আইসিসির সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছিল যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন। তাদের সেই আবেদনও নাকচ করে দিয়েছে আইসিসি।
তাদের আবেদন নাকচ করার কারণ হিসেবে জানানো হয়েছে ২.২ (বি) (২) এবং ২.২ (সি) (২) শর্ত পূরণ করতে পারেনি তারা। তবে এই শর্ত পূরণে ইউক্রেনকে সাহায্য করবে বলে জানিয়েছে আইসিসি। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে আসলে সেই কাজ শুরু হবে বলেও জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর