বছর জুড়েই একের পর এক সিরিজে ব্যস্ত থাকে ভারতীয় দল। সেই ব্যস্ততায় ক্রিকেটারদের মানসিক দিক থেকে ক্রিকেটারদের সুস্থ রাখতে এবার দলের সাথে যুক্ত মানসিক বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
চলমান ক্যারিবিয়ান সিরিজে ভারতীয় দলের সাথে মানসিক বিশেষজ্ঞ হিসেবে যোগ দিচ্ছে প্যাডি আপটন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে দলের সাথে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
প্যাডি আপটনের ভারতীয় দলের সাথে কাজ করার বিষয়টি মোটেও নতুন নয়। এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত গ্যারি কার্স্টেনের অধীনে কাজ করেছিলেন। এবার আবারও ভারতীয় দলের সাথে যোগ দিচ্ছেন তিনি।
ভারতীয় দল ছাড়াও দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের সাথে কাজ করার অভিজ্ঞতাও আছে তার। তিনি থাকাকালীন ২০১৩ সালে বিশ্বের এক নম্বর টেস্ট দলে পরিণত হয়েছিল প্রোটিয়ারা।
ভারত ও দক্ষিণ আফ্রিকা ছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) কাজ করার অভিজ্ঞতা আছে তার। এর আগে রাজস্থান রয়্যালসে রাহুল দ্রাবিড়ের অধীনে কাজ করেছিলেন প্যাডি। এছাড়াও বিগব্যাশের দল সিডনি থান্ডার্সে কাজ করেছিলেন প্যাডি আপটন।
আরও পড়ুন- ভারত-বিশ্ব একাদশ ম্যাচ আয়োজনে ইচ্ছুক বিসিসিআই
ভারতীয় দলও প্যাডি আপটন ছাড়াও আরও অনেকবারই মানসিক বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছিল। ২০০৩ ও ২০০৭ সালে রুডি ওয়েবস্টারকে দলের সাথে রেখেছে ছিল বিসিসিআই। নারী ক্রিকেট দলের ক্ষেত্রেও এই পন্থা অবলম্বন করেছিল বিসিসিআই। ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় নারী দলের সাথে কাজ করেছিলেন মুগ্ধা বাভারে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর