সঙ্কটাপন্ন অবস্থাতেও ক্রিকেট মাঠ ‘ছাড়েননি’ শ্রীলঙ্কার পার্সি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২৬ জুলাই ২০২২
সঙ্কটাপন্ন অবস্থাতেও ক্রিকেট মাঠ ‘ছাড়েননি’ শ্রীলঙ্কার পার্সি

শ্রীলঙ্কার খেলা থাকলেই মাঠে সরব উপস্থিতি লক্ষ্য করা যায় পার্সি আবেসেকারার। ১৯৮২ সাল থেকে শ্রীলঙ্কা ক্রিকেটের অন্তপ্রাণ সমর্থক ৮২ বছর বয়সী পার্সি। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্থ শ্রীলঙ্কা যখন ক্রিকেট মাঠে সমর্থকদের মাঠে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে, তখনো মাঠে উপস্থিত এই পার্সি আবেসেকারা। মূলত ক্রিকেট অন্তপ্রাণ এই লোকটিকে অনুমতি না দিয়ে পারেনি ক্রিকেট শ্রীলঙ্কা।

দীর্ঘ চার দশক ধরে শ্রীলঙ্কা ক্রিকেটকে সমর্থন দিয়ে যাওয়া পার্সি আবেসেকারা নিজ দেশের গণ্ডি ছাড়িয়ে খ্যাতি অর্জন করেছেন অন্য দেশেও। প্রতিপক্ষকে স্লেজিং কিংবা গালাগালি না করে সম্মান দিয়ে বিরক্ত করতে অভ্যস্ত এই সমর্থক।

দেশের বাজে অবস্থাতেও এই সমর্থক ক্রিকেট মাঠ ছাড়েননি। বরং, গলে ক্রিকেটারদের সমর্থন দিয়ে যাচ্ছেন। 

রাজনৈতিক-অর্থনৈতিকভাবে খারাপ অবস্থাতেও কেন খেলার মাঠে আছে আবেসেকারা? সেই প্রশ্নের উত্তরে আবেসেকারা জানান, তিনি রাজনীতি পছন্দ করেন না। তবে দেশের অবস্থার উন্নতি হোক,এই চাওয়াটাও রয়েছে তার।

আবেসেকারার ভাষ্য, “আমি পুরো বিশ্বের মধ্যে তিনটি জিনিস অপছন্দ করি- একটি হলো রাজনীতি, আরেকটি ক্রিকেট প্রশাসন এবং তৃতীয়টি হলো জন্মনিয়ন্ত্রণ।”

আরও পড়ুন- আর্থিক সংকটাপন্ন শ্রীলঙ্কার পাশে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

দেশের এই সঙ্কটাপন্ন অবস্থা দেখে বেশ হতবাক এই সমর্থক। এই বিষয়ে তিনি বলেন, “এমন সংকট আমি আমার জীবনে আগে কখনও দেখিনি। আমি বিশ্বযুদ্ধ দেখেছি, সুনামিও দেখা হয়েছে। এলটিটিইর হামলাও দেখেছি। এটা একেবারে অন্য ব্যাপার। কিন্তু আমি কোনোভাবে ব্যবস্থা করে মাঠে এসেছি।”

দেশের রাজনীতিবিদদের নিয়ে একরাশ হতাশাও প্রকাশ করেছেন পার্সি। বলেন, “আমাদের দলের পারফরম্যান্স শ্রীলঙ্কার রাজনীতিবিদদের চেয়ে অনেক ভালো। একজন রাজনীতিবিদও নেই যারা এই ক্রিকেটারদের সমকক্ষ। তারা রাজনীতিবিদ নয়, তারা পাগল। আমি রাজনীতি ঘৃণা করি।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

শততম টেস্ট ক্লাবে ম্যাথিউস

শততম টেস্ট ক্লাবে ম্যাথিউস

পরিবার নিয়ে শ্রীলঙ্কায় ছুটি কাটাতে চান ওয়ার্নার

পরিবার নিয়ে শ্রীলঙ্কায় ছুটি কাটাতে চান ওয়ার্নার

সরকার বিরোধী বিক্ষোভে লঙ্কার দুই ক্রিকেটার

সরকার বিরোধী বিক্ষোভে লঙ্কার দুই ক্রিকেটার

ঝড়ের তোড়ে উড়ে গেল গলের গ্যালারি!

ঝড়ের তোড়ে উড়ে গেল গলের গ্যালারি!