‘আইপিএলের শুরু থেকেই ক্রিকেটের শেষের শুরু হয়েছে’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২৬ জুলাই ২০২২
‘আইপিএলের শুরু থেকেই ক্রিকেটের শেষের শুরু হয়েছে’

বেশ কয়েকদিন ধরেই ওয়ানডে ফরম্যাটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। অনেকে বলছেন, খুব দ্রুতই ওয়ানডে ফরম্যাট উঠে যাবে। আবার কেউ বলছেন, আইসিসির নিজেরই ওয়ানডে ক্রিকেট উঠিয়ে দেওয়া উচিত! 

এদিকে সাবেক ইংলিশ ব্যাটার মাইকেল অ্যাথারটন শুধু ওয়ানডে নয়, ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েই শঙ্কা প্রকাশ করেছেন। তার মতে এগুলোর জন্য দায়ী ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলে শুরুতেই ক্রিকেটের শেষের শুরু হয়েছে বলে দাবি অ্যাথারটনের। 

অ্যাথারটন বলেন, “খেলাটা এখন একেবারে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। আইপিএলের শুরু থেকেই ক্রিকেটের শেষের শুরু হয়েছে।” 

নিজেদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নির্বিঘ্নে আয়োজন করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাতিল করেছে দক্ষিণ আফ্রিকা। অ্যাথারটনের মতে এটা থেকেই পরিষ্কার হয়ে যায় আন্তর্জাতিক ক্রিকেট কতটা শঙ্কার মুখে আছে। 

ক্রান্তিকালে নেই বাংলাদেশ ক্রিকেট: সুজন

“আগামী বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলবে না বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই সময় যাতে ক্রিকেটাররা তাদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যেতে পারে সে জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এই থেকেই তো পরিষ্কার হয়ে যায় বিষয়টা” যোগ করেন তিনি।

বিশ্বকাপে খেলার অনিশ্চয়তা জেনেও এরকম সিদ্ধান্ত নিয়েছে আফ্রিকা। আর এতে করে আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের শক্তি কতটা বেশি, সেটাই যেন বোঝা গেল।

sportsmail24

অ্যাথারটন আরও বলেন, “এজন্যে তারা পরের বিশ্বকাপে নিজেদের খেলার সম্ভাবনাটাও হুমকির মুখে ফেলে দিচ্ছে! এর ফলেই তো বোঝা যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের শক্তির ভারসাম্যটা কোথায় গিয়ে ঠেকেছে।”

ব্যস্ত সূচিতেও তিন ফরম্যাটে খেলতে চান বেয়ারস্টো

এর আগে একাধিক খেলোয়াড় দেশের সিরিজ বাদ দিয়ে আইপিএলে খেলেছেন। বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসানকেও দেখা গেছে জাতীয় দল থেকে ছুটি নিয়ে আইপিএল খেলেতে। নিজ দেশের ক্রিকেট মহলে এ নিয়ে সমালোচিতও হয়েছেন।

তবে এত কিছুর ভিড়ে দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক ব্যাটার ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে খুব একটা শঙ্কা দেখছেন না। ওয়ানডে ক্রিকেট বেশ ভালোই করছে বলে মত তার।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ ও ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন

বাংলাদেশ ও ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন

আইসিসির জরিমানার কবলে ভারত

আইসিসির জরিমানার কবলে ভারত

পাকিস্তানকে সরিয়ে সিরিজ জয়ে ভারতের বিশ্ব রেকর্ড

পাকিস্তানকে সরিয়ে সিরিজ জয়ে ভারতের বিশ্ব রেকর্ড

ফ্রাঞ্চাইজি লিগকে প্রাধান্য দিতে টি-টোয়েন্টি সিরিজ কমানোর পক্ষে শাস্ত্রী

ফ্রাঞ্চাইজি লিগকে প্রাধান্য দিতে টি-টোয়েন্টি সিরিজ কমানোর পক্ষে শাস্ত্রী