চলতি বছরের আগস্টে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে নিউজিল্যান্ড। ইউরোপ সফরে পূর্ণ শক্তির নিউজিল্যান্ডকে দেখা না গেলেও ক্যারিয়ানদের বিপক্ষে সিরিজে থাকছেন দলের সব তারকা ক্রিকেটারই।
ইনজুরি ও নানা সমস্যায় দীর্ঘদিন ধরেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে রঙিন পোশাকের দলে পাচ্ছিলো না নিউজিল্যান্ড। একই কারণে পেসার ট্রেন্ট বোল্টও রঙিন পোশাকের দলে হয়ে পড়েছিলেন অনিয়মিত। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে ফিরেছেন এই দুই তারকা ক্রিকেটার। এছাড়াও ফিরেছেন টিম সাউদি ও ডেভন কনওয়ে।
২০১৪ সালের পর প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফর করবে নিউজিল্যান্ড। এই সিরিজ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে দেশটি।
সর্বশেষ ২০২০ সালের মার্চে ওয়ানডে খেলেছিলেন কেন উইলিয়ামসন। এরপর নানা কারণে ওয়ানডে স্কোয়াডে দেখা মেলেনি তার। ৫০ ওভারি ক্রিকেটে না থাকলেও খেলেছেন টেস্ট ও টি-টোয়েন্টি।
আরও পড়ুন- নারী ও পুরুষ ক্রিকেটারদের সমান ম্যাচ ফি দিবে নিউজিল্যান্ড
একই অবস্থা ট্রেন্ট বোল্টের ক্ষেত্রেও। বিশ্রাম ও ইনজুরিজনিত কারণে ২০২১ সালের মার্চের পর আর ওয়ানডে ক্রিকেটে দেখা যায়নি তাকে। এবার কিউই সমর্থকদের সেই আক্ষেপ ফুরাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে আবারও ওয়ানডে খেলতে দেখা যাবে এই দুই তারকাকে।
ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই দুই সিরিজ খেলে সরাসরি ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে উড়াল দিবে কিউই দল। ইউরোপ সফরের স্কোয়াডে না থাকা ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজে দলের সাথে যোগ দিবে।
নিউজিল্যান্ড স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মিচেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, মার্টিন গাপ্টিল, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর