২০০৪ সালে অ্যান্টিগার রিক্রিয়েশন মাঠে ঠিক ৪০০ রানের ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা। এরপর দীর্ঘ দেড় যুগ পর আবারও প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো ব্যাটারের ৪০০ রানের কীর্তি দেখলো ক্রিকেট বিশ্ব। কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্ল্যামারগনের হয়ে ৪১০ রানে ইনিংস খেলেছেন ব্যাটার স্যাম নর্থইস্ট।
ক্রিকেট ইতিহাসের ৯ম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন স্যাম নর্থইস্ট। এটি ক্রিকেট ইতিহাসের ১১তম ৪০০ রানের ইনিংস। শনিবার (২৩ জুলাই) লেস্টারশায়ারের বিপক্ষে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেন স্যাম নর্থইস্ট।
দিন শেষে ৪১০ রানে অপরাজিত ছিলেন স্যাম নর্থইস্ট। এই ইনিংস খেলতে তিনি খেলেছিলেন ৪৫০ বল। আর সময় লাগিয়েছিলেন ৬০৫ মিনিট। পুরো ইনিংসে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৪৫ চার ও ৩ ছক্কা হাঁকিয়েছিলেন নর্থইস্ট।
কাউন্টি ক্রিকেটে চতুর্থ ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন নর্থইস্ট। এর আগে এই কীর্তি গড়েছিলেন ব্রায়ান লারা, আর্চি ম্যাকলারেন ও গ্রায়েম হিক।
১৮৯৫ সালে টনটনের কাউন্টি গ্রাউন্ডে সামারসেটের বিপক্ষে ৪২৪ রানের ইনিংস খেলেন ল্যাঙ্কাশায়ার অধিনায়ক আর্চি ম্যাকলারেন। সেটিই ছিল ক্রিকেট ইতিহাসে কোনো ব্যাটারের প্রথম ৪০০ রানের ইনিংস।
এর ২৮ বছর পর ১৯২৩ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভিক্টোরিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে ৪২৯ রানের ইনিংস খেলেন বিল পেনসফোর্ড। ভিক্টোরিয়ার হয়ে তিনি ১৯২৭ সালেও এক ইনিংসে চারশ রানের ইনিংস খেলেন পেনসফোর্ড। তিনি প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের দুইবার ৪’শ রানের ইনিংস খেলেছিলেন।
বিল পেনসফোর্ড ছাড়াও ক্যারিয়ারের একাধিকবার ৪০০ রানের ইনিংস খেলার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারার। তার ৪০০ রানের দুই ইনিংসের মধ্যে একটি আবার ছিল ৫০০ রানের ইনিংস। তিনিই একমাত্র ক্রিকেটার হিসেবে ৫০০ রানের ইনিংস খেলেছেন।
উপমহাদেশের ক্রিকেটারদের মধ্যে প্রথম চারশ রানের ইনিংস খেলেন বাহুসাহেব নিমবালকার। ১৯৪৮ সালে মহারাষ্ট্রের হয়ে কাঠিওয়ার বিপক্ষে ৪৪৩ রানের ইনিংস খেলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর