বিসিবির কন্ডিশনিং ক্যাম্পে ২৮ নারী ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ২৩ জুলাই ২০২২
বিসিবির কন্ডিশনিং ক্যাম্পে ২৮ নারী ক্রিকেটার

ফাইল ফটো

চলতি বছরের মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। মাঝে প্রিমিয়ার লিগ খেললেও বেশিভাগ নারী ক্রিকেটার রয়েছেন অঘোষিত অবসরে। দীর্ঘ বিরতির পর এবার ২৮ জনকে নিয়ে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্প আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২৩ জুলাই) হোয়াটসঅ্যাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল গ্রুপে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, রোববার (২৪ জুলাই) থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্প অনুষ্ঠিত হবে।

স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেওয়ার আগে প্রত্যেককে ইয়ো-ইয়ো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্পের আগে রোববার সকাল ৯টায় মিরপুরে নারী ক্রিকেটারদের ইয়ো-ইয়ো পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েছিল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। প্রথমবার ওয়ানডে বিশ্বকাপেই পাকিস্তান নারী দলকে হারিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বিশ্বকাপ থেকে দেশে ফেরার পর আরও কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি সালমা-নিগার সুলতানারা। মাঝে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেললেও বেশিভাগ ক্রিকেটার রয়েছেন মাঠের বাইরে। ডিসেম্বরে আবারও নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্পে ডাক পেয়েছেন যারা
মুর্শিদা খাতুন হ্যাপি, শামীমা সুলতানা, নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, সালমা খাতুন, লতা মন্ডল, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, শানজিদা আক্তার মেঘলা, শোভনা মোস্তারি, সুরায়া আজমীম, শারমিন আক্তার সুপ্তা, জাহানারা আলম, নুজহাত তাসনিয়া, রুবিয়া হায়দার ঝিলিক, রাবেয়া, পূজা চক্রবর্তী, দিশা বিশ্বাস, ঝর্ণা আক্তার, মারুফা আক্তার, শোহেলী আক্তার, ফাতেমা জাহান সোনিয়া, খাদিজা-তুল কুবরা, সারমিন সুলতানা এবং শায়লা শারমিন।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

দুই বছরে চার দেশের নারী ক্রিকেট দল আসবে বাংলাদেশে

দুই বছরে চার দেশের নারী ক্রিকেট দল আসবে বাংলাদেশে

ওয়ানডে বিশ্বকাপে আইসিসির সেরা একাদশে সালমা খাতুন

ওয়ানডে বিশ্বকাপে আইসিসির সেরা একাদশে সালমা খাতুন

প্রাপ্তি-অপ্রাপ্তিতে টাইগ্রেসদের ‘স্মরণীয়’ বিশ্বকাপ

প্রাপ্তি-অপ্রাপ্তিতে টাইগ্রেসদের ‘স্মরণীয়’ বিশ্বকাপ

‘দ্রুত উইকেট হারিয়ে ফেললে ফিরে আসা কঠিন’

‘দ্রুত উইকেট হারিয়ে ফেললে ফিরে আসা কঠিন’