জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন, থাকছে ইস্পাহানি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২৩ জুলাই ২০২২
জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন, থাকছে ইস্পাহানি

জিম্বাবুয়ে ও বাংলাদেশ সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। এ বিষয়ে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লি. এবং টোটাল স্পোর্টস মার্কেন্টিংয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

দীর্ঘ দিন ধরে বাংলাদেশের ঘরোয়া প্রায় সব বড় ক্রিকেট ইভেন্টগুলোতে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে ওয়ালটন। একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টগুলোতেও নিয়মিত টাইটেল স্পন্সর হচ্ছে তারা। বর্তমানে ক্রিকেট বিশ্বে ওয়ালটন একটি পরিচিত নাম, ক্রিকেট ফ্রেন্ডলি নেইম। তারই ধারাবাহিকতায় এবার জিম্বাবুয়ে সিরিজেও থাকছে ওয়ালটন। এছাড়া সিরিজের পাওয়ার স্পন্সর হিসেবে থাকছে ইস্পাহানি।

জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টি অধিনায়ক সোহান

জিম্বাবুয়ে সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শুরু হবে। ৩০ ও ৩১ ‍জুলাই প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২ আগস্ট।

টি-টোয়েন্টি সিরিজ শেষে দুইদিন বিরতি দিয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৫ আগস্ট। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে যথাক্রমে ৭ এবং ১০ আগস্ট। টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

মাহমুদউল্লাহ’র বিশ্রাম-নেতৃত্বে সোহান, যা বললেন জালাল ইউনুস

সিরিজ দুটি উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যে আলাদা আলাদা স্কোয়াড ঘোষণা করেছে। টি-টোয়েন্টি সিরিজে দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ায় দলনেতা হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন নুরুল হাসান সোনান। এছাড়া পুরো সফর থেকে ছুটি নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

‘ক্লান্ত’ মুশফিকের ইমোজি, নেটিজেনদের আলোচনার খোরাক

‘ক্লান্ত’ মুশফিকের ইমোজি, নেটিজেনদের আলোচনার খোরাক

সতীর্থদের অনুপ্রাণিত করে অধিনায়কত্ব পেলেন সোহান

সতীর্থদের অনুপ্রাণিত করে অধিনায়কত্ব পেলেন সোহান

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ ওয়ানডে দলে একাধিক পরিবর্তন

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ ওয়ানডে দলে একাধিক পরিবর্তন

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে নেই মুশফিক-রিয়াদ

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে নেই মুশফিক-রিয়াদ