ব্যস্ত সূচিতেও তিন ফরম্যাটে খেলতে চান বেয়ারস্টো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৩ জুলাই ২০২২
ব্যস্ত সূচিতেও তিন ফরম্যাটে খেলতে চান বেয়ারস্টো

সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেন স্টোকস। ইংলিশ টেস্ট অধিনায়কের ওয়ানডে ফরম্যাটকে বিদায় বলার পর থেকেই ক্রিকেটারদের ব্যস্তসূচির বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে তীব্র ব্যস্তসূচির মধ্যেও ইংলিশদের হয়ে তিন ফরম্যাটেই খেলতে চান দেশটির উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো।

ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কারণ হিসেবে ব্যস্তসূচিকে দোষারোপ করেছেন বেন স্টোকস। এরপরেই আন্তর্জাতিক ক্রিকেটে এতো চাপের বিষয়টি হয়ে উঠেছে সাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টদের আলোচনার মূল বিষয়।

এমন অবস্থাতেই আন্তর্জাতিক ক্রিকেটে ইংলিশদের হয়ে সব ফরম্যাটেই খেলতে চান জনি বেয়ারস্টো। তার মতে, যতদিন সম্ভব ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই খেলবেন।

বেয়ারস্টো বলেন, “স্বাভাবিকভাবেই, চ্যালেঞ্জ আছে। তবে যতদিন সম্ভব সব ফরম্যাটে খেলার চেষ্টা করবো। কোনো একটি সময় হয়তো বিভিন্ন কারণে আপনাকে একটি সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু অদূর ভবিষ্যতে আমি বিরতি নেয়ার কারণ দেখছি না। আমি যতদিন পারবো সব ফরম্যাটে খেলবো।”

এর আগে নিজের বিদায়ী বার্তায় স্টোকস তিন ফরম্যাটে খেলার বিষয়টি কঠিন বলে জানিয়েছেন। এর পিছনে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্তসূচিকেই দায়ী করেছেন এই অলরাউন্ডার।

তিনি বলেন, “আমি ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণেই নিজের শতভাগ উজাড় করে দিয়েছি। আমার মনে হয় না ইংল্যান্ড ক্রিকেট দলের জার্সি এর চেয়ে কম কিছু প্রাপ্য।” 

আরও বলেন, “এখন তিন সংস্করণেই খেলা চালিয়ে যাওয়াটা আমার জন্য অসহনীয় ব্যাপার হয়ে গেছে। ব্যাপারটা এমন নয় যে আমার শরীর এটা সহ্য করতে পারছে না, আমি এভাবে খেলে গেলে ওয়ানডে অধিনায়ক জস বাটলার আরও একজন খেলোয়াড়ের সেবা থেকে বঞ্চিত হবে, যে আমার চেয়ে অনেক বেশি দিতে পারবে।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

গাভাস্কারের নামে ইংল্যান্ডে ক্রিকেট মাঠের নামকরণ

গাভাস্কারের নামে ইংল্যান্ডে ক্রিকেট মাঠের নামকরণ

ব্যস্ত সূচি নিয়ে কথা বলেই নিষিদ্ধ হয়েছিলাম: পিটারসেন

ব্যস্ত সূচি নিয়ে কথা বলেই নিষিদ্ধ হয়েছিলাম: পিটারসেন

ইনজুরিতে আইপিএল মিস করা উডের অস্ত্রোপচার প্রয়োজন

ইনজুরিতে আইপিএল মিস করা উডের অস্ত্রোপচার প্রয়োজন

ক্রিকেটাররা গাড়ি নয়, যে জ্বালানী দিলেই চলবে: বেন স্টোকস

ক্রিকেটাররা গাড়ি নয়, যে জ্বালানী দিলেই চলবে: বেন স্টোকস