নামিবিয়ায় চারদলীয় টুর্নামেন্টে খেলবে বেঙ্গল-লাহোর কালান্দার্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫১ পিএম, ২৩ জুলাই ২০২২
নামিবিয়ায় চারদলীয় টুর্নামেন্টে খেলবে বেঙ্গল-লাহোর কালান্দার্স

চলতি বছরের সেপ্টেম্বরে নামিবিয়ায় একটি চারদলীয় টুর্নামেন্টে খেলবে ভারতের রঞ্জি দল বেঙ্গল ও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স। টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের এই দুই দলের সঙ্গী হবে নামিবিয়া জাতীয় দল ও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছে নামিবিয়া ক্রিকেট বোর্ড।

চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করেছে নামিবিয়া। ইতিমধ্যেই টুর্নামেন্টে খেলতে রাজি হয়েছে বেঙ্গল ও লাহোর কালান্দার্স। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগের কোন দল এই টুর্নামেন্টে খেলবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যেই ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বেঙ্গল। দলকে নেতৃত্ব দিবেন অভিমন্যু ঈশ্বরণ। এছাড়াও স্কোয়াডে আছেন ঋত্ত্বিক চ্যাটার্জি, শাহবাজ আহমেদ ও ঈশান পোড়েলদের মতো তারকারাও।

ভারতের রঞ্জি দল বেঙ্গল টুর্নামেন্টটিকে নজরে রাখছে সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রস্তুতি হিসেবে। বিষয়টি নিয়ে কথা বলেন বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তা দেবব্রত দাস। 

তিনি বলেন, “টুর্নামেন্টের সম্প্রচার প্রতিষ্ঠান আমাদেরকে খেলার আমন্ত্রণ জানিয়েছিল। আমরা সেই সুযোগ নিয়েছি। মুস্তাক আলি ট্রফির আগে আমরা ৬-৭ টি ম্যাচ খেলার সুযোগ পাবো। এটা আমাদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিবে।”

এই টুর্নামেন্ট দিয়েই দীর্ঘদিন পর ভারত ও পাকিস্তানের ঘরোয়া লিগের কোনো দল মুখোমুখি হওয়ার সুযোগ পাবে। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত দুই দেশের প্রথম শ্রেণির চ্যাম্পিয়ন দল পরস্পর মুখোমুখি হয়েছিল। এরপর থেকে শুরু হওয়া রাজনৈতিক উত্তেজনায় বাতিল হয়েছে টুর্নামেন্ট। আর কখনই দেখেনি আলোর মুখ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ঐতিহাসিক সিরিজ জয়

জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ঐতিহাসিক সিরিজ জয়

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো সুপার টুয়েলভে নামিবিয়া

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো সুপার টুয়েলভে নামিবিয়া

প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপে নামিবিয়া

প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপে নামিবিয়া

আইপিএলকে টেক্কা দিতে চান রমিজ, পিএসএলে যুক্ত হচ্ছে নিলাম

আইপিএলকে টেক্কা দিতে চান রমিজ, পিএসএলে যুক্ত হচ্ছে নিলাম