বাংলাদেশের বিপক্ষে সিরিজে নামার আগে দুঃসংবাদ পেয়েছে জিম্বাবুয়ে দল। ইনজুরির কারণে টাইগারদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পারবেন জিম্বাবুয়ের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চাতারা।
বুলাওয়েতে নেদারল্যান্ডসের বিপক্ষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে খেলতে পারেননি ব্লেসিং মুজারাবানি। টুর্নামেন্টের সেমি-ফাইনাল চলাকালীন পায়ের চোটে পড়েছিলেন।
এই চোটের কারণে আগামী দেড় মাস মাঠে নামতে পারবেন না তিনি। বাংলাদেশ সিরিজের পর ভারতের বিপক্ষেও তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা।
এছাড়াও পেসার টেন্ডাই চাতারা প্রায় দুই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। মুজারাবানি ও চাতারার ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন জিম্বাবুয়ের কোচ ডেভ হাউটন।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে এখনো স্কোয়াড ঘোষণা করেনি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। এই দুই পেসারের ইনজুরির কারণে স্কোয়াডে ব্র্যাড ইভান্স ও তানাকা চাভাঙ্গার জায়গা মিলবে বলে ধারণা করা হচ্ছে।
জিম্বাবুয়ে এখনো স্কোয়াড না দিলেও ইতিমধ্যেই দুই ফরম্যাটের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তরুণ একটি দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। দলকে নেতৃত্ব দিবেন নুরুল হাসান সোহান।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড
মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন , নুরুল হাসান সোহান (অধিনায়ক) , শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম।
স্পোর্টসমেইল২৪/পিপিআর