একদিন আগেই পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি ওয়াসিম আকরাম জানিয়েছিলেন, আন্তর্জাতিক সূচি থেকে বাদ দেওয়া উচিত ওয়ানডে ক্রিকেটকে। এবার সেই রকম কথাই বললেন অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা। তার মতে, ওয়ানডে ক্রিকেটে আগ্রহ হারিয়েছে সবাই, এই ফরম্যাটের অবস্থা বর্তমানে মৃতপ্রায়।
ক্রিকেট বিশ্বে গড়ে উঠছে ফ্রাঞ্চাইজি লিগের সংস্কৃতি। সেই সংস্কৃতি ভিড়ে টেস্ট ক্রিকেটের অস্তিত্ব শঙ্কার মুখে পড়বে এমন ভাবনা ছিল সবার মধ্যে। তবে সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে দলগুলোর পারফর্মেন্স ফিরিয়েছে দর্শকের আগ্রহ।
সেই আগ্রহের কারণে ধারণা করা হচ্ছে, টেস্ট ক্রিকেটে থেকে এখনো নজর কমেনি ক্রিকেটপ্রেমীদের। তবে ওয়ানডে ক্রিকেট থেকে দর্শকদের আগ্রহ কমেছে বলে মনে করেন অনেকেই। তাদের মধ্যে একজন হলেন উসমান খাজা।
তিনি মতে ওয়ানডে ক্রিকেটের বর্তমান অবস্থা মৃতপ্রায়। বলেন, “সব সংস্করণের মধ্যে আমার মনে হয় ওয়ানডে তৃতীয় অবস্থানে। ব্যক্তিগতভাবে মনে করি, ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মরে যাচ্ছে… এখনও অবশ্য বিশ্বকাপ আছে, যেটা ভীষণ আনন্দের এবং দেখতেও ভালো লাগে। এর বাইরে এমনকি আমি নিজেও সম্ভবত ওয়ানডে ক্রিকেট নিয়ে খুব বেশি আগ্রহী নই।”
মূলত ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকসের বিদায়ের পর থেকেই ওয়ানডে ক্রিকেট নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এমনকি খাজা নিজেও ওয়ানডে খেলতে আগ্রহী নন বলেও জানিয়েছেন।
তিনি বলেন, “এটা আমার ব্যক্তিগত মতামত। আমি জানি, আমার মতো অনেকেই এটা ভাবছেন। টেস্ট ক্রিকেট আছে, যেটা সবকিছুর উপরে। টি–টোয়েন্টি ক্রিকেট আছে, পুরো বিশ্বে যার অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ আছে, দারুণ উপভোগ্য, সবাই যে সংস্করণকে পছন্দ করে। এরপর ওয়ানডে ক্রিকেট।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর