টেস্ট ক্রিকেটে দশ হাজারি ক্লাবের প্রতিষ্ঠাতা সুনীল গাভাস্কার। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটারদের মধ্যে একজন। এবার তাকে স্মরণীয় করে রাখতে উদ্যোগ নিয়েছে ইংল্যান্ডের লিস্টার ক্রিকেট গ্রাউন্ড কর্তৃপক্ষ। এই মাঠ এখন থেকে পরিচিত হবে গাভাস্কার ক্রিকেট গ্রাউন্ড নামে।
পেশাদার ক্যারিয়ারকে বিদায় জানালেও এখনো ক্রিকেটকে ছাড়তে পারেননি ৭৩ বছর বয়সী সুনীল গাভাস্কার। ক্রিকেট থেকে বিদায় নিলেও এখনো ধারাভাষ্য দিয়ে সমর্থকদের মাতিয়ে রাখেন।
ক্রিকেট কিংবদন্তিকে যেন সবাই চিনতে পারে সেই উদ্যোগ নিয়েছে লিস্টার ক্রিকেট গ্রাউন্ড কর্তৃপক্ষ। তাদের মাঠ নাম এখন থেকে গাভাস্কার ক্রিকেট গ্রাউন্ড নামে পরিচিতি পাবে বলে জানিয়েছে তারা।
শনিবার (২৩ জুলাই) গাভাস্কার নিজে মাঠে নিজে উপস্থিত থেকে এই নামফলক উন্মোচন করবেন বলে জানা গেছে। এছাড়া ওই সময় নিজের ম্যুরালও উন্মোচনও করবেন।
ইংল্যান্ড কিংবা ইউরোপের মাটিতে এই প্রথম কোনো ভারতীয় ক্রিকেটারের নামে কোনো মাঠের নামকরণ করা হচ্ছে। এর আগে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র ও তানজানিয়ায় সুনীল গাভাস্কারের নামে দুইটি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছিল।
ইংল্যান্ডে এই সম্মান পেয়ে বেশ উচ্ছ্বসিত সুনীল গাভাস্কার। তিনি বলেন, “লিস্টারে আমার নামে মাঠের নামকরণ হচ্ছে জানতে পেরে বেশ উচ্ছ্বসিত। লিস্টারে অনেক ক্রিকেট ভক্ত আছে, বিশেষ করে ভারতীয় ক্রিকেটের। এটা আমার জন্য দারুণ সম্মানের।”
লিস্টারের এই মাঠের মূল মালিকানা ভারত স্পোর্টস ও ক্রিকেট ক্লাবের। এই ক্লাবের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতীয় বংশোদ্ভুত বৃটিশ সংসদ সদস্য কেইথ ভাঁজ। তার উদ্যোগেই মূলত এই মাঠের নামকরণ গাভাস্কারের নামে করা হয়েছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর