অবসরের আগ পর্যন্ত বাবরকেই অধিনায়ক চান মিয়াঁদাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২১ জুলাই ২০২২
অবসরের আগ পর্যন্ত বাবরকেই অধিনায়ক চান মিয়াঁদাদ

অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়া পাশাপাশি ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন পাকিস্তানের বাবর আজম। রান করা ও দলকে সমান তালে নেতৃত্ব দেওয়া বাবর আজমকেই তার ক্যারিয়ারের শেষ সময় পর্যন্ত অধিনায়কের দায়িত্বে দেখতে চান পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।

বুধবার (২০ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে রেকর্ড গড়ে জিতেছে পাকিস্তান। ওই জয়ের পরই অবসর না নেওয়ার পর্যন্ত বাবরের অধীনেই পাকিস্তান দলকে দেখতে চান বলে মন্তব্য করেছেন জাভেদ মিয়াঁদাদ।

তিনি বলেন, “দল একটি ইউনিট হিসেবে খেলছে। এর কৃতিত্ব ক্রিকেটার ও নম্বর ওয়ান অধিনায়ক বাবরের। সে ঠান্ডা মাথার একজন মানুষ। সে কখনই তার মেজাজ হারায় না।”

দলকে দারুণভাবে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও বেশ রান পাচ্ছেন বাবর আজম। অধিনায়কের প্রশংসা করে জাভেদ মিয়াঁদাদ বলেন, “ সে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছে। তার চেয়ে বড় বিষয় হলো সে দারুণ পারফর্মও করছে। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। কোনো অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিতে না পারলে তা দলের বিপর্যয়ের কারণ হয়।”

বাবরের অধিনায়কত্বে মিয়াঁদাদ এতোটাই মুগ্ধ হয়েছেন যে, অবসর না নেওয়া পর্যন্ত তাকেই অধিনায়ক হিসেবে রেখে দিতে বলেছেন তিনি। বলেন, “বাবর এখন পরিণত। অবসর নেওয়ার আগ পর্যন্ত তার অধিনায়কত্বে থাকা উচিত।”

সাম্প্রতিক সময়ে বেশ দারুণ পারফর্ম করছে পাকিস্তান। দলের সবার কাছ থেকে সেরাটা বের করে আনার পাশাপাশি নিজেও ক্যারিয়ারে সেরা সময় পার করছেন বাবর আজম!

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডে ক্রিকেটকে বাদ দেওয়ার পক্ষে ওয়াসিম আকরাম

ওয়ানডে ক্রিকেটকে বাদ দেওয়ার পক্ষে ওয়াসিম আকরাম

হেইডেন রাজি না হওয়ায় পাকিস্তানের ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ

হেইডেন রাজি না হওয়ায় পাকিস্তানের ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ

গল জয়ের নায়ক আব্দুল্লাহ শফিকের নতুন রেকর্ড 

গল জয়ের নায়ক আব্দুল্লাহ শফিকের নতুন রেকর্ড 

রমিজ রাজার পদত্যাগে অবসর ভাঙবেন আমির

রমিজ রাজার পদত্যাগে অবসর ভাঙবেন আমির