ওয়ানডে ক্রিকেটকে বাদ দেওয়ার পক্ষে ওয়াসিম আকরাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৩ পিএম, ২১ জুলাই ২০২২
ওয়ানডে ক্রিকেটকে বাদ দেওয়ার পক্ষে ওয়াসিম আকরাম

ক্রিকেটে টি-টোয়েন্টির প্রভাব বাড়ার পর থেকেই টেস্ট ও ওয়ানডের ভবিষ্যত নিয়ে জেগেছিল শঙ্কা। তবে সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটের দারুণ লড়াই ক্রিকেটপ্রেমীদের বড় দৈর্ঘ্যের ক্রিকেটে ফিরিয়েছে। কিন্তু ওয়ানডেতে সেই আকর্ষণ অনেকটাই হারিয়েছে বলে মনে করেন ওয়াসিম আকরাম। আর এই কারণেই ওয়ানডে ক্রিকেটকে আন্তর্জাতিক সূচিতে চান না তিনি।

সাম্প্রতিক সময়ে টেস্ট আর টি-টোয়েন্টি ক্রিকেটের ডামাডোলে ওয়ানডে ক্রিকেটকে নিয়ে কমেছে সাধারণ মানুষের আগ্রহ। সেই কারণে ওয়ানডে ক্রিকেটকে আন্তর্জাতিক সূচি থেকে বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

তিনি বলেন, “আমি মনে করি, ওয়ানডে বাদ দেওয়া উচিত। ইংল্যান্ডে স্টেডিয়াম ভর্তি দর্শক থাকে। কিন্তু ভারত, বিশেষ করে পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ক্রিকেট দেখতে স্টেডিয়ামগুলো দর্শকপূর্ণ থাকে না। তারা এটা শুধু করার জন্যই করছে।”

টি-টোয়েন্টির কারণে ওয়ানডে ক্রিকেটের আকর্ষণ কমছে জানিয়ে তিনি বলেন, “টি-টোয়েন্টি অনেকটাই সহজ। চার ঘণ্টাতে খেলা শেষ। বিশ্বের বিভিন্ন লিগে অনেক টাকাপয়সা, আমি মনে করি এটা আধুনিক ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। টি-টোয়েন্টি কিংবা টেস্ট ক্রিকেট। ওয়ানডে ক্রিকেট মৃতপ্রায়।”

রঙিন পোশাকের দীর্ঘতম এই ফরম্যাট ক্রিকেটারদের জন্য ক্লান্তিকর বলেও মনে করেন ওয়াসিম আকরাম। বলেন, “ওয়ানডে ক্রিকেট খেলা এখন একজন খেলোয়াড়ের জন্য ক্লান্তিকর। টি-টোয়েন্টি শুরুর পর থেকে মনে হয়, ওয়ানডে সারাদিন ধরে খেলা হচ্ছে। এজন্য ছোট ফরম্যাট টি-টোয়েন্টিকে বেছে নিতে মনোযোগী খেলোয়াড়রা।”

কিছুদিন আগেই ব্যস্তসূচির ধকল কাটিয়ে উঠতে না পারায় ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বেন স্টোকস। এই বিষয়ে আকরাম বলেন, “ওয়ানডে ক্রিকেট থেকে তার অবসর নেওয়া দুঃখজনক। কিন্তু আমি তার সঙ্গে একমত। এমনকি ধারাভাষ্যকার হিসেবে ওয়ানডে ক্রিকেট নিয়ে এখন টানাটানি, বিশেষ করে টি-টোয়েন্টি আসার পর।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

হেইডেন রাজি না হওয়ায় পাকিস্তানের ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ

হেইডেন রাজি না হওয়ায় পাকিস্তানের ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ

গল জয়ের নায়ক আব্দুল্লাহ শফিকের নতুন রেকর্ড 

গল জয়ের নায়ক আব্দুল্লাহ শফিকের নতুন রেকর্ড 

রমিজ রাজার পদত্যাগে অবসর ভাঙবেন আমির

রমিজ রাজার পদত্যাগে অবসর ভাঙবেন আমির

আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান, এশিয়ার দ্রুততম বাবর

আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান, এশিয়ার দ্রুততম বাবর