সাড়ে তিন কোটি রুপি খরচ করে ওয়েস্ট ইন্ডিজে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৮ পিএম, ২১ জুলাই ২০২২
সাড়ে তিন কোটি রুপি খরচ করে ওয়েস্ট ইন্ডিজে ভারত

তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলতে ভারতীয় দলের বর্তমান অবস্থান ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। ইংল্যান্ড সফর শেষে সরাসরি ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওয়ানা দিয়েছে ভারতীয় দল। ইংল্যান্ড থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যেতে বাণিজ্যিক ফ্লাইট না, বরং ভারতীয় দল ব্যবহার করেছে চার্টার্ড ফ্লাইট। এর জন্য বিসিসিআইয়ের খরচ সাড়ে তিন কোটি রুপি।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে ভারতীয় দলের গন্তব্য ওয়েস্ট ইন্ডিজ। রঙিন পোশাকে সিরিজ খেলতে দেশটিতে যেতে বেশ অঙ্কের অর্থ খরচ করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বাণিজ্যিক বিমানে ক্রিকেটারদের ভ্রমণ ঝামেলা এড়াতে চার্টার্ড ফ্লাইটে সরাসরি ম্যানচেস্টার থেকে ত্রিনিদাদের উদ্দেশে উড়াল দিয়েছে ভারত। এই চার্টার্ড ফ্লাইট ভাড়া বাবদ বিসিসিআইকে খরচ করতে হয়েছে সাড়ে তিন কোটি রুপি।

মূলত দলের বহরে ক্রিকেটার-কোচদের সাথে রয়েছে তাদের পরিবার। বাণিজ্যিক বিমানে পুরো দলকে একসাথে নিয়ে যাওয়া সম্ভব হবে না বলেই চার্টার্ড বিমান ভাড়া করেছে বিসিসিআই। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

এই বিষয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, “সাড়ে তিন কোটি রুপি দিয়ে বিমান ভাড়া করার পিছনে মূল কারণ কোভিড না। মূলত ক্রিকেটার-কোচিং স্টাফ ও তাদের পরিবারকে একসাথে নিয়ে যাওয়ার জন্য চার্টার্ড ফ্লাইট ব্যবহার করা হচ্ছে। বাণিজ্যিক বিমানে এতোগুলো টিকিট একসাথে পাওয়া যায় না বিধায় এই কাজ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “ম্যানচেস্টার থেকে ত্রিনিদাদ যেতে বাণিজ্যিক বিমানে খরচ পড়তো দুই কোটি রুপি। এখানে এক কোটি রুপি বেশি খরচ পড়েছে। তবে সবাই একসাথে যেতে পারছে। বিশ্বের বিভিন্ন ফুটবল ক্লাবের তো নিজস্ব চার্টার্ড ফ্লাইট আছে।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ফ্রাঞ্চাইজি লিগকে প্রাধান্য দিতে টি-টোয়েন্টি সিরিজ কমানোর পক্ষে শাস্ত্রী

ফ্রাঞ্চাইজি লিগকে প্রাধান্য দিতে টি-টোয়েন্টি সিরিজ কমানোর পক্ষে শাস্ত্রী

ফর্মে ফিরতে জিম্বাবুয়ে খেলবেন কোহলি

ফর্মে ফিরতে জিম্বাবুয়ে খেলবেন কোহলি

দক্ষিণ আফ্রিকায় ফ্রাঞ্চাইজি লিগের ৬ দলের মালিকানায় ভারতীয়রা!

দক্ষিণ আফ্রিকায় ফ্রাঞ্চাইজি লিগের ৬ দলের মালিকানায় ভারতীয়রা!

কোহলির সমস্যা সমাধানে আগ্রহী ছোটবেলার কোচ

কোহলির সমস্যা সমাধানে আগ্রহী ছোটবেলার কোচ