পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়েছিল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ব্যাটিং কোচ থাকবেন ম্যাথু হেইডেন। সেই দায়িত্ব চালিয়ে যেতে অনাগ্রহ প্রকাশ করেছেন এই অজি ব্যাটার। তার বদলি হিসেবে পাকিস্তান দলের স্থায়ী ব্যাটিং কোচের দায়িত্ব নিবেন মোহাম্মদ ইউসুফ। বিষয়টি জানিয়েছে, পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম।
চলতি বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের আগে পাকিস্তানের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পান ম্যাথু হেইডেন। এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বাংলাদেশ সফরে তিনি এই দায়িত্ব পালন করেছিলেন।
পাকিস্তানি ব্যাটারদের দারুণ ফর্ম ও হেড কোচ সাকলাইন মোশতাকের চাওয়াতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও পিসিবি হেইডেনকে চেয়েছিল। কিন্তু পিসিবির সেই প্রস্তাব প্রত্যাখান করেছেন হেইডেন। তাই বদলি হিসেবে মোহাম্মদ ইউসুফের উপরই ভরসা করতে হচ্ছে।
জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়ার আগে পাকিস্তানের জাতীয় হাই পারফর্মেন্স সেন্টারের (এনএইচপিসি) দায়িত্বে ছিলেন তিনি। এমনকি পাকিস্তান দলের সাথে শ্রীলঙ্কা সফরে তার কাঁধেই উঠেছে অন্তবর্তীকালীন দায়িত্ব।
শ্রীলঙ্কা সফর চলাকালীনই অন্তবর্তীকালীন সেই দায়িত্ব পূর্ণাঙ্গে রুপ নিচ্ছে। বিষয়টি জানিয়েছে, পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম। ইতিমধ্যেই তাকে এনএইচপিসির দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন বলে জানানো হয়েছে।
পাকিস্তান জাতীয় দলের হয়ে ৯০ টেস্ট, ২৮৮ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলা মোহাম্মদ ইউসুফ ব্যাট হাতে করেছেন ১৭ হাজার ৩০০ রান। এছাড়াও তার ব্যাট থেকে এসেছে ৩৯ সেঞ্চুরি ও ৯৭ হাফ সেঞ্চুরি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর