রাজনৈতিক সংকটের মধ্যেও এশিয়া কাপ আয়োজনে বদ্ধপরিকর ছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। কিন্তু শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট আয়োজনে অপরাগতা প্রকাশ করেছে তারা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এক কর্মকর্তা। তিনি জানিয়েছে, দুই-একদিনের মধ্যে আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করবে তারা।
বুধবার (২০ জুলাই) এসিসিকে টুর্নামেন্টটি আয়োজন করতে না চাওয়ার বিষয়টি জানিয়ে দিয়েছে। মূলত অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যায় পরিস্থিতি খারাপ হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা। একই কারণে স্থগিত করা হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) তৃতীয় আসর।
শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজিত হবে না বিষয়টি নিশ্চিত করে এসিসির এক কর্মকর্তা বলেন, “বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয় বলে জানিয়েছে। ছয় দেশের এই টুর্নামেন্ট আয়োজনের সঠিক অবস্থায় নেই তারা।”
এসিসির ওই কর্মকর্তা জানিয়েছে, টুর্নামেন্ট আয়োজনে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিতে পারে শ্রীলঙ্কা। এ কারণে এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে আলোচনা শুরু করেছে তারা। এমনকি, ভারতেও বসতে পারে এশিয়া কাপের এবারের আসর।
ঠিক কবে নাগাদ আনুষ্ঠানিক ঘোষণা আসবে তা এখনো নিশ্চিত করেনি এসিসি। তবে অতি শীঘ্রই নতুন ভেন্যুর নাম জানা যাবে বলে নিশ্চিত করেছে তারা।
এই বিষয়ে এসিসির এক কর্মকর্তা বলেন, “আরব আমিরাত চূড়ান্ত ভেন্যু না। এটা অন্য কোনো দেশেও হতে পারে। শ্রীলঙ্কা আরব আমিরাতের সাথে আলোচনা করছে। দেখা যাক কি হয়!”
স্পোর্টসমেইল২৪/পিপিআর