মিরাজ-তাসকিনসহ দেশে ফিরলেন ছয়জন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২০ জুলাই ২০২২
মিরাজ-তাসকিনসহ দেশে ফিরলেন ছয়জন

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ঢাকায় ফিরেছেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফসহ ছয়জনের একটি দল। ছয়জনের দলে দুই ক্রিকেটার হলেন- তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। বুধবার (২০ জুলাই) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে বহনকারী বিমান অবতরণ করে।

সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। টেস্ট ও টি-টোয়েন্টিতে বাজেভাবে পরাজিত হলেও ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ায় টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে তামিম ইকবালের দল।

ওয়েস্ট ইন্ডিজ থেকে বুধবার ঢাকা পৌঁছা টাইগার দলের এটা দ্বিতীয় বহর। এর আগে মঙ্গলবার (১৯ জুলাই) ওয়েস্ট ইন্ডিজ থেকে ঢাকায় ফিরেছেন দু’জন সাপোর্ট স্টাফ। তারা হলেন- ব্যাটিং কোচ জেমি সিডন্স এবং ফিজিও বায়েজিদুল ইসলাম। তবে বাংলাদেশে পৌঁছে সে দিনই আবার অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছেন সিডন্স।

বুধবার ঢাকায় পৌঁছা ছয়জনের দলে দুই ক্রিকেটার হলেন- টাইগার পেসার তাসকিন আহমেদ এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। একই ফ্লাইটে অন্য দুই সহযোগী স্টাফের সাথে আরও ছিলেন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট এবং অপারেশন ম্যানেজার নাফিস ইকবাল।

জানা গেছে, পরিবারের সাথে ছুটি কাটাতে বৃহস্পতিবার (২১ জুলাই) ভোরেই অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবেন ম্যাকডারমট।

এদিকে, বৃহস্পতিবার বাংলাদেশে ফিরবেন দলের বেশিরভাগ খেলোয়াড়। একই ফ্লাইটে থাকবেন লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মাহেদি হাসান, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

একমাত্র খেলোয়াড় হিসেবে সর্বশেষ দেশে ফিরবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশে আসার আগে লন্ডনে কিছুদিন ছুটি কাটাবেন তিনি।

দেশে ফিরেও বেশিদিন বিশ্রাম পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। সপ্তাহ খানিকের মধ্যেই জিম্বাবুয়ের উদ্দেশে তাদেরকে উড়াল দিতে হবে। অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্ট এবং ওয়ানেড সিরিজ খেলবে বাংলাদেশ দল। সিরিজটি সামনে রেখে ইতিমধ্যে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে স্বাগতিক জিম্বাবুয়ে।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে র‍্যাঙ্কিংয়ে তামিম-লিটনের উন্নতি

ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে র‍্যাঙ্কিংয়ে তামিম-লিটনের উন্নতি

অনুমোদন পেল আঞ্চলিক ক্রিকেট সংস্থা, প্রত্যেক ক্লাবে কাউন্সিলর একজন

অনুমোদন পেল আঞ্চলিক ক্রিকেট সংস্থা, প্রত্যেক ক্লাবে কাউন্সিলর একজন

জিম্বাবুয়ে সফরে টাইগারদের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

জিম্বাবুয়ে সফরে টাইগারদের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

দেশে ফিরলে মাহমুদউল্লাহ’র সাথে বসবেন নাজমুল হাসান

দেশে ফিরলে মাহমুদউল্লাহ’র সাথে বসবেন নাজমুল হাসান