ব্যস্ত সূচি নিয়ে কথা বলেই নিষিদ্ধ হয়েছিলাম: পিটারসেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০০ পিএম, ২০ জুলাই ২০২২
ব্যস্ত সূচি নিয়ে কথা বলেই নিষিদ্ধ হয়েছিলাম: পিটারসেন

আচমকাই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলার পর স্টোকস জানিয়েছেন, তিন ফরম্যাটে আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে মানিয়ে নেওয়া কঠিন বিধায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্টোকসের এই ঘোষণার পর দেশটির সাবেক ব্যাটার কেভিন পিটারসেন জানিয়েছেন, ব্যস্ত সূচি নিয়ে কথা বলায় তিনি নিজেও নিষিদ্ধ হয়েছিলেন। 

মাত্র ৩১ বছর বয়সেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন বেন স্টোকস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী ওয়ানডের পর স্টোকস বলেন, “এই ব্যস্ত সূচিতে তিন ফরম্যাটে খেলাটা আমার জন্য কঠিন। আন্তর্জাতিক ব্যস্তসূচি ক্রিকেটারদের জন্য কঠিন সময় নিয়ে আসছে।”

বিষয়টি নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করেন সাবেক ইংলিশ তারকা ব্যাটার কেভিন পিটারসেন। বলেন, “আমি এক সময় কঠিন সূচি নিয়ে কথা বলেছিলাম। আমি ওয়ানডে থেকে অবসর নেওয়ায় ইসিবি আমাকে টি-টোয়েন্টিতে নিষিদ্ধ করেছিল…।”

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে কখনোই সুসম্পর্ক বজায় রাখতে পারেননি কেভিন পিটারসেন। দলটির হয়ে ১০৪ টেস্ট, ১৩৬ ওয়ানডে ও ৩৬ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। তিন ফরম্যাটে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে ১৩ হাজার ৭৯৭ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে হার্ড হিটার এই ব্যাটার ফ্রাঞ্চাইজি ক্রিকেটে হট কেক ছিলেন। স্টোকসের মতো হঠাৎই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিষিদ্ধ করে ইসিবি। এরপরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। মাঝে কয়েকবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত আর ফেরেননি তিনি।

স্টোকসের এই সিদ্ধান্ত দেশগুলোর জন্য মোটেও ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে না বলে মত দিয়েছেন আরেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন। তিনি বলেন, “দ্বিপাক্ষিয় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও হুমকির মুখে পড়বে। যদি বোর্ডগুলো নিজেদের মতো করে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি আয়োজনে বদ্ধ পরিকর থাকে। এমনকি এই কারণে স্টোকসের মতো তারকারাও দ্রুতই অবসর নিবে।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ইনজুরিতে আইপিএল মিস করা উডের অস্ত্রোপচার প্রয়োজন

ইনজুরিতে আইপিএল মিস করা উডের অস্ত্রোপচার প্রয়োজন

ক্রিকেটাররা গাড়ি নয়, যে জ্বালানী দিলেই চলবে: বেন স্টোকস

ক্রিকেটাররা গাড়ি নয়, যে জ্বালানী দিলেই চলবে: বেন স্টোকস

‘কোহলিকে বাদ দিলে বিসিসিআই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে’

‘কোহলিকে বাদ দিলে বিসিসিআই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে’

টেস্ট ক্রিকেট ইংল্যান্ডের দেখানো পথেই এগোচ্ছে:বাউচার

টেস্ট ক্রিকেট ইংল্যান্ডের দেখানো পথেই এগোচ্ছে:বাউচার