২০২৩ সালের জানুয়ারিতে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকার নতুন ফ্রাঞ্চাইজি লিগ। নতুন এই লিগের ছয় দলের মালিকানায় আসতে যাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্রাঞ্চাইজি মালিকরা। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।
এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও দক্ষিণ আফ্রিকান টি-টোয়েন্টি দলের ছয়টি ফ্রাঞ্চাইজি কিনে নিয়েছে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানস, চেন্নাই সুপার কিংস, লাক্ষ্মৌ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস। দল কেনার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি তারা।
চেন্নাই সুপার কিংস কিনে নিয়েছে জোহানেসবার্গ ফ্রাঞ্চাইজি। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে এটাই সবচেয়ে দামি ফ্রাঞ্চাইজি। এছাড়াও মুম্বাই ইন্ডিয়ানস ও সানরাইজার্স হায়দরাবাদ কিনে নিয়েছে যথাক্রমে কেপটাউন ও পোর্ট এলিজাবেথ ফ্রাঞ্চাইজি।
চলতি বছরই সাত হাজার কোটি রুপির বিনিময়ে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের মালিকানা পেয়েছে সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ। এক বছর না পেরোতেই নতুন আরেকটি ফ্রাঞ্চাইজি লিগে দল কেনার সিদ্ধান্ত নিয়েছে তারা। দক্ষিণ আফ্রিকার লিগে তারা নিয়েছে ডাববান ফ্রাঞ্চাইজি। এছাড়াও রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস কিনেছে যথাক্রমে পার্ল ও প্রিটোরিয়া ফ্রাঞ্চাইজি।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) ও সম্প্রচার প্রতিষ্ঠান সুপার স্পোর্ট যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করবে। অতি শীঘ্রই লিগের নাম ও ফ্রাঞ্চাইজি লিগের দলগুলোর নাম চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে। টুর্নামেন্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।
ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের জন্য নতুন কিছু নয়। এর আগে দুইবার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি, তাই এবার টুর্নামেন্টটি সফল করতে উঠে পড়ে লেগেছে সিএসএ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর