কোহলির সমস্যা সমাধানে আগ্রহী ছোটবেলার কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১৯ জুলাই ২০২২
কোহলির সমস্যা সমাধানে আগ্রহী ছোটবেলার কোচ

ক্যারিয়ারে এমন সময় দেখেননি ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। দিনের পর দিন যাচ্ছে অথচ ব্যাটে রান পাচ্ছেন না। একটা সময় ছিল সেঞ্চুরি খরা, সেটাই এখন পরিণত হয়েছে রান খরায়। 

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে এরকম রান খরায় প্রায় সব ক্রিকেটারই ভুগেছেন। অনেকেই নানা কৌশলে নিজের সমস্যার সমাধান করে আবার ফর্ম ফিরে পেয়েছেন। অনেকেই যখন কোনো কিছুতে কাজ না হয়, সোজা চলে যান ছোটবেলার কোচের কাছে।

বাংলাদেশ যেমন সাকিব, তামিম বা মুশফিক থেকে শুরু করে মুমিনুল রান খরায় পড়লে সবার আগে ছুটে যান ছোটবেলার গুরু নাজমুল আবেদীন ফাহিম বা সালাউদ্দীনের কাছে।

বিরাট কোহলি এখন সে পথে হাটেননি বা আদৌ হাঁটবেন কিনা সেটা নিশ্চিত নয়। তবে তার ছোটবেলার কোচ রাজকুমার শর্মা ঠিকই অপেক্ষায় আছেন কোহলির জন্য। এমনকি কোহলি চাইলে সমস্যা নিয়ে আলোচনা করতেও আগ্রহী তিনি। 

কোহলির সমালোচনায় অবাক ইংলিশ অধিনায়ক বাটলার

ভারতীয় পত্রিকা দৈনিক আনন্দবাজারকে রাজকুমার বলেন, ছন্দ বিষয় নয় কোহলি আউট হচ্ছে ভালো বলে।

বলেন, ‘‘ওর (কোহলির) ছন্দটা প্রধান বিষয় নয়। যে বলগুলোতে আউট হয়েছে, সেগুলোর অধিকাংশই বেশ ভালো ছিল। ও আমার কাছে সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারি। মনে হয় তাতে কোহলীর ভালই হবে।’’

নিজের একাডেমি কোহলির জন্য সবসময় খোলা আছে বলেও জানান রাজুমার। যতক্ষণ ইচ্ছা কোহলি সেখানে সময় কাটাতে পারবেন।

কোহলির ফর্ম নিয়ে চিন্তার কিছু নেই: গাভাস্কার

‘‘আমার একাডেমি কোহলীর নিজের মাঠ। এত দিন ও তেমন সময় পাচ্ছিল না। কিন্তু চাইলে এখনও এখানে এসে অনুশীলন করতে পারে। যত ক্ষণ খুশি নেটে সময় কাটাতে পারে। কোহলী এখানে অনুশীলন করতে এলে আমারও ভাল লাগবে। তাছাড়া এখানে কোহলী অনেক স্বচ্ছন্দে অনুশীলন করতে পারবে’’ যোগ করেন রজাকুমার।

স্পোর্টসমেইল২৪/এসকেডি  



শেয়ার করুন :


আরও পড়ুন

‘কোহলিকে বাদ দিলে বিসিসিআই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে’

‘কোহলিকে বাদ দিলে বিসিসিআই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে’

ওয়ার্নারের অধিনায়কত্বে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার সময় হয়েছে: চ্যাপেল

ওয়ার্নারের অধিনায়কত্বে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার সময় হয়েছে: চ্যাপেল

অনুমোদন পেল আঞ্চলিক ক্রিকেট সংস্থা, প্রত্যেক ক্লাবে কাউন্সিলর একজন

অনুমোদন পেল আঞ্চলিক ক্রিকেট সংস্থা, প্রত্যেক ক্লাবে কাউন্সিলর একজন

শুধু ক্রিকেট নয়, খেলোয়াড়দের ব্যক্তিত্ব গড়তেও সাহায্য করবেন স্টুয়ার্ট ল

শুধু ক্রিকেট নয়, খেলোয়াড়দের ব্যক্তিত্ব গড়তেও সাহায্য করবেন স্টুয়ার্ট ল