কুখ্যাত বল টেম্পারিং কান্ডে অধিনায়ক ও সহ-অধিনায়কের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। এমনকি ক্রিকেট থেকেও এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল তাদের।
তবে দু’জনের মধ্যে ওয়ার্নারকে একটু বেশিই শাস্তি দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। শুধু এক বছরের জন্য ক্রিকেট থেক নিষেধাজ্ঞা নয়, তাকে আজীবনের জন্য অস্ট্রেলিয়া দলে অধিনায়ক ও সহ অধিনায়কের পদ থেকেও নিষিদ্ধ করা হয়েছিল, যেটা এখনও বহাল রয়েছে।
অথচ ওয়ার্নারের সাথে নিষিদ্ধি হওয়া স্মিথ ইতিমধ্যে টেস্ট দলের সহ-অধিনায়ক হয়েছেন। এটা নিয়েও কয়েক দিন আগে চটেছিলেন ওয়ার্নারের স্ত্রী।
ওয়ার্নারের অধিনায়কত্বে আজীবন নিষেধাজ্ঞা, স্ত্রীর দাবি 'অনায্য'
এবার অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ব্যাটার গ্রেগ চ্যাপেল বলছেন, ওয়ার্নারের অধিনায়কত্বে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার সময় এসেছে। প্রশ্ন তুলেছেন ওয়ার্নারের ভিন্ন শাস্তি নিয়েও!
বলেন, “যে ঘটনাটা (বল টেম্পারিং) ঘটেছিল সেটাতে তার মুখ্য ভূমিকা ছিল কিন্তু ঐ ঘটনায় সে একা জড়িত ছিল না। তাইলে তাকে কেন ভিন্ন শাস্তি দেওয়া হবে।”
ওয়ার্নার তার শাস্তি ভোগ করেছে। অধিনায়কত্ব ফিরে পেলে দলকে ভালো জায়গায় নিয়ে যাবে বলেও মনে করেন গ্রেগ। “সে (ওয়ার্নার) তার শাস্তি ভোগ করেছে, সে খুব ভালো নেতা। যদি যদি দলকে নেত্বতৃ দেওয়ার সুযোগ পায় সে অবশ্যই ভালো করবে” যোগ করেন তিনি।
ওয়ার্নার তার অপরাধে শাস্তি পেয়েছে। এখন তার অধিনায়কত্বের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার সময় হয়েছে বলে মত গ্রেগের।
বলেন, “আমার মনে সে তার শাস্তি পেয়েছে। সময়ে এসেছে তাকে অধিনায়কত্ব দেওয়ার জন্য বিবেচনা করার।”
ওয়ার্নারের অধীনে তিনটি ওয়ানডে খেলেছে অস্ট্রেলিয়া, যেখান সব ম্যাচেই জয়ে পেয়েছে অজিরা। অন্যদিকে ৯টি টি-টোয়েন্টিতে নেত্বতৃ দিয়েছেন ওয়ার্নার, যেখানে আট ম্যাচেই জিতেছে অস্ট্রেলিয়া.
স্পোর্টসমেইল২৪/এসকেডি