রমিজ রাজার পদত্যাগে অবসর ভাঙবেন আমির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৩ এএম, ১৮ জুলাই ২০২২
রমিজ রাজার পদত্যাগে অবসর ভাঙবেন আমির

ফিক্সিংয়ের কালো অধ্যায় পিছনে ফেলে বেশ ভালোভাবেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। কিন্তু মাত্র ২৮ বছর বয়সেই কোচিং প্যানেলের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে অবসর নিয়েছেন  তিনি। তবে এবার ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা পদত্যাগ করলে জাতীয় দলে ফিরবেন তিনি।

২০২০ সালে পাকিস্তানের হেড কোচ ছিলেন মিসবা-উল-হক ও বোলিং কোচ হিলেন ওয়াকার ইউনিস। তাদের সঙ্গে সম্পর্কের চূড়ান্ত হয়ে গিয়েছিল আমিরের। এছাড়া পিসিবির চেয়ারম্যান রমিজ রাজারও ভুমিকা ছিল এ বিষয়ে।

জাতীয় দলের কোচিং প্যানেল, বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সম্পর্কে অবনতি হওয়ায় ২০২০ সালে এক পর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন আমির। তবে কিছুদিন আগে কোচিং প্যানেলে বদল আসায় আমিরের জাতীয় দলে ফেরার গুঞ্জন উঠেছিল।

কিন্তু আমির জানালেন অবসর ভেঙে জাতীয় দলে ফেরার জন্য শুধু কোচিং প্যানেলে বদল আসা যথেষ্ট নয়। পিসিবির চেয়ারম্যান রমিজ রাজাকেও বিদায় নিতে হবে বোর্ড থেকে, তবেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তিনি। 

প্রধানমন্ত্রীত্ব নেই ইমরানের, কথা হয় না রমিজ রাজার

আমির বলেন, 'আপনারা সবাই আমাকে নিয়ে রমিজ রাজা যা বলেছে তা জানেন। অবসর থেকে ফিরে আসার কথা বিবেচনা করার এটাই সঠিক সময়, এমনটা আমার মনে হয় না। রমিজ রাজা পিসিবি ছাড়লে প্রয়োজন হলে আমি আবার দলে ফেরার ঘোষণা দেবো।'

ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকার সময়ে পিসিবির চেয়ারম্যান হয়েছিলেন রমিজ রাজা। এর মধ্যে সরকার পতনে প্রধানমন্ত্রীত্ব হারিয়েছেন ইমরান। 

sportsmail24

ফলে সবাই ধারণা করছিল রমিজ রাজাকেও পিসিবি ছাড়তে হবে। কিন্তু রমিজ বহাল তবিয়তেই টিকে আছে পিসিবিতে। রাজার পদত্যাগ না করার বিষয়ে শক্তিশালী অবস্থানে থাকার লোভের কথা বলেন আমির। 

“আপনি যদি তার পুরানো ভিডিওগুলো দেখেন, সেখানে তিনি বলেছিলেন যে ইমরান খান চলে গেলে তিনি এক মিনিটও থাকবেন না। চলে যাওয়ার বিষয়ে তার অবস্থান এখন বদলে গেছে। যাই হোক না কেন, তিনি তার ক্ষমতা ছাড়বেন না। কারণ, প্রত্যেকে একটি শক্তিশালী অবস্থানে থাকতে পছন্দ করে। তাকে উপভোগ করতে দিন” যোগ করেন আমির। 

পাকিস্তানের সাদা জার্সিতে ৩৬ ম্যাচে ১১৯ উইকেট নিয়েছেন আমির। এছাড়া ওয়ানডেতে ৬১ ম্যাচে ৮১ ও টি-টোয়েন্টিতে ৫০ ম্যাচে ৫৯ উইকেট রয়েছে তার। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়াকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রমিজ রাজা জুনিয়রের

ওয়াকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রমিজ রাজা জুনিয়রের

সৌদির রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজে গেলেন শোয়েব আখতার

সৌদির রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজে গেলেন শোয়েব আখতার

কলম্বো থেকে সরিয়ে নেওয়া হলো শ্রীলঙ্কা-পাকিস্তান টেস্ট

কলম্বো থেকে সরিয়ে নেওয়া হলো শ্রীলঙ্কা-পাকিস্তান টেস্ট

আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান, এশিয়ার দ্রুততম বাবর

আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান, এশিয়ার দ্রুততম বাবর