আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিমের অবসর ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৮ এএম, ১৭ জুলাই ২০২২
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিমের অবসর ঘোষণা

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে স্বেচ্ছা বিরতিতে ছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। স্বেচ্ছা বিরতিে সময় শেষ না হতেই এবার বিদায় বলে দিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল।

ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার পর ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজের এ ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বলেন, ‍“আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।”

২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন টাইগারদের ওপেনিং ব্যাটার তামিম ইকবাল। এরপর ইনজুরি থেকে ভালো হয়ে মাঠে ফিরলেও নতুনদের সুযোগ দেওয়ার কথা বলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।

বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে ছয় মাসের জন্য স্বেচ্ছা বিরতিতে যান তামিম ইকবাল। সেই বিরতির মেয়াদ শেষ না হতেই এবার জানিয়ে দিলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের হয়ে আর মাঠে নামবেন না তিনি।

ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে আন্তর্জাতিক অঙ্গনে তামিম ইকবাল মোট ৭৮টি ম্যাচ খেলেছেন। সেখানে একটি সেঞ্চুরি ও ৭টি ঞাফ-সেঞ্চুরিসহ ব্যাট হাতে রান করেছেন ১ হাজার ৭৫৮।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিবীয়দের তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

ক্যারিবীয়দের তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

অধিনায়ক তামিমের প্রশংসায় পঞ্চমুখ রাসেল ডমিঙ্গো

অধিনায়ক তামিমের প্রশংসায় পঞ্চমুখ রাসেল ডমিঙ্গো

সুযোগ আসলে শান্ত এগিয়ে থাকবে: তামিম

সুযোগ আসলে শান্ত এগিয়ে থাকবে: তামিম

ব্যক্তিগতভাবে কাউকে অনুপ্রাণিত করা দরকার নেই: তামিম

ব্যক্তিগতভাবে কাউকে অনুপ্রাণিত করা দরকার নেই: তামিম