পরবর্তী চার বছরে ভারত-অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৮ পিএম, ১৬ জুলাই ২০২২
পরবর্তী চার বছরে ভারত-অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ

বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি ভবিষ্যত সফরসূচি প্রায় চূড়ান্ত হয়েছে। ২০২৭ সাল পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ ও দ্বিপাক্ষিক সিরিজে কে কার বিপক্ষে খেলবে তা এক রকম নিশ্চিত। পরবর্তী চার বছরের এই সফরসূচিতে বাংলাদেশ টেস্ট খেলতে আতিথ্য নিবে ভারত ও অস্ট্রেলিয়ার।

২০২৩ সালে শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। এই টুর্নামেন্টে ভারত সফর করবে বাংলাদেশ। সর্বশেষ ২০১৯ সালে টেস্ট খেলতে দেশটিতে গিয়েছিল টাইগাররা। এছাড়াও পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজে সফরেও যেতে হবে বাংলাদেশকে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিজেদের মাঠে আতিথ্য দিবে বাংলাদেশ।

২০২৫ সালে শুরু হতে যাওয়া চতুর্থ আসরে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০০৩ সালে দ্বিপাক্ষীয় কোনো সিরিজ খেলতে দেশটিতে গিয়েছিল টাইগাররা। এই চক্রে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার আতিথ্য নিবে টাইগাররা।

বিপরীতে বাংলাদেশে খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও ইংল্যান্ড। ২০১৬ সালের পর আবারও বাংলাদেশ সফর নিয়ে ভাবতে হবে ইংলিশদের।

আইসিসির পরবর্তী ভবিষ্যত সফরসূচিতে চতুর্থ সর্বোচ্চ ৩৪ টেস্ট খেলবে বাংলাদেশ। সর্বোচ্চ ৪২ টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবে ইংল্যান্ড ও ৪১ টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। আর ভারত খেলবে ৩৮ টেস্ট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

দর্শক-মিডিয়ার চাপ সামলে বিশ্বকাপে ম্যাচ জিততে চান ডমিঙ্গো

দর্শক-মিডিয়ার চাপ সামলে বিশ্বকাপে ম্যাচ জিততে চান ডমিঙ্গো

বিগব্যাশের ড্রাফটে পোলার্ড-রশিদ, নেই বাংলাদেশি কেউ

বিগব্যাশের ড্রাফটে পোলার্ড-রশিদ, নেই বাংলাদেশি কেউ

বাংলাদেশ ‘এ’ দলে সৌম্য-সাব্বির, নেই মুমিনুল

বাংলাদেশ ‘এ’ দলে সৌম্য-সাব্বির, নেই মুমিনুল

ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শই কাল হলো শহিদুলের

ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শই কাল হলো শহিদুলের