ইংলিশ কাউন্টি লিগের দল কেন্টে সুযোগ পেয়েছেন ভারতীয় পেসার নবদ্বীপ সাইনি। দলটির হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের পাশাপাশি রয়্যাল লন্ডন কাপের ম্যাচ খেলবেন ২৯ বছর বয়সী এই পেসার।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে এবার উপমহাদেশের ক্রিকেটারদের জয়জয়কার। এর আগে ভারতের আরও চারজন ক্রিকেটার কাউন্টি খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তারা হলেন- চেতেশ্বর পূজারা, ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া ও উমেশ যাদব।
কেন্টের সাথে নবদ্বীপ সাইনির চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কাউন্টি দলটি। বিবৃতিতে তারা জানিয়েছে, ভিসা পাওয়ার উপর নির্ভর করছে কতটি ম্যাচ খেলবেন সাইনি। ধারণা করা হচ্ছে ৩ টি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবেন।
দলে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত নবদ্বীপ সাইনি। তিনি বলেন, “কাউন্টি ক্রিকেট খেলার দারুণ সুযোগ এটি। কেন্টের হয়ে আমার সর্বোচ্চটুকু দিয়ে খেলার চেষ্টা করবো।”
কাউন্টি দলে কেন্টে নবদ্বীপ সাইনি ছাড়াও চুক্তিবদ্ধ হয়েছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি ও দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডে। তবে লিন্ডে টুর্নামেন্টের বাকি অংশে খেলতে পারবেন কি-না তা নিয়ে রয়েছে সন্দেহ।
কাউন্টি দলগুলো এক ম্যাচে দুইজন বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ পায়। আগে কলপ্যাক চুক্তিতে ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকলেও এখন আর সেই সুযোগ নেই।
স্পোর্টসমেইল২৪/পিপিআর