ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট হারের পর ইউরোপ সফরে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলছে নিউজিল্যান্ড। এই সফর থেকে ছিটকে গেছেন কিউই পেসার অ্যাডাম মিলনে। তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
আয়ারল্যান্ড সফর শুরুর আগে অনুশীলনে পায়ের ইনজুরিতে পড়েন অ্যাডাম মিলনে। সেই চোটের কারণেই তাকে ছাড়াই মাঠে নামতে হবে নিউজিল্যান্ডকে। মিলনের পরিবর্তে এই দুই সিরিজে নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন জ্যাকব ডুফি।
অ্যাডাম মিলনে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করা শেন জার্গেনসন। শুক্রবার (১৫ জুলাই) এই বিষয়ে তিনি বলেন, “তার ছিটকে যাওয়াটা আমাদের জন্য হতাশাজনক। আশা করি, সে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশকাপের আগে সে ফিরে আসবে।”
অ্যাডাম মিলনের ইনজুরির দিনেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে খেলতে নামবে নিউজিল্যান্ড। এই সিরিজের পর স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবেও কিউইরা।
স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে মোট চারটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এই তিন সিরিজে দ্বিতীয় সারির দল নিয়ে খেলেছেন কিউইরা।
নিউজিল্যান্ড স্কোয়াড
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মিচেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেন ক্লেভার, জ্যাকব ডুফি, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল রিপন, বেন সিয়ার্স, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর