রঞ্জি দল বারোদায় ফিরছেন রাইডু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৬ পিএম, ১৪ জুলাই ২০২২
রঞ্জি দল বারোদায় ফিরছেন রাইডু

ভারতীয় ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচিত হন আম্বাতি রাইডু। দীর্ঘদিন পরে ঘরোয়া লিগে নিজ রাজ্য বারোদার হয়ে খেলবেন তিনি। তার দলে ফেরার খবরটি নিশ্চিত করেছে বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ)।

চলতি বছরের অক্টোবরে শুরু হবে ভারতীয় ক্রিকেটের নতুন মৌসুম। এই মৌসুমেই রাইডুকে দেখা যাবে বারোদার হয়ে খেলতে। বিষয়টি নিশ্চিত করে বিসিএর প্রধান নির্বাহী শিশির হিতানদি জানান, পেশাদার ক্রিকেটার ক্যাটাগরিতেই খেলবেন রাইডু।

বারোদা দলে ফেরার আগে রঞ্জি দল হায়দ্রাবাদ, অন্ধ্র ও ভির্দভের হয়ে খেলেছিলেন তিনি। এবার আবার ফিরবেন বারোদার হয়ে।

আসন্ন ২০২২-২৩ মৌসুমে বারোদা দলের মেন্টর হিসেবে কাজ করবেন সাবেক ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। এই বিষয়ে শিশির হিতানদি বলেন, “তার প্রতি  আগ্রহ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে। এখন বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার বিষয়।”

এখন পর্যন্ত ৯৭ প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪৫.৫৬ গড়ে করেছেন ৬ হাজার ১৫১ রান। ক্যারিয়ার সেরা ২১০। ভারতীয় দলের হয়ে টেস্ট খেলার সুযোগ না পেলেও খেলেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।

রঙিন পোশাকে ভারতের হয়ে ৬১ ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে ভারতের জার্সিতে ১ হাজার ৭৩৬ রান। এই সময়ে করেছেন তিন সেঞ্চুরি ও ১০ হাফ সেঞ্চুরি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলি-বুমরাহকে ছাড়াই ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি খেলবে ভারত

কোহলি-বুমরাহকে ছাড়াই ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি খেলবে ভারত

দুই বছর পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বুমরাহ

দুই বছর পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বুমরাহ

বুমরাহ-শামির তোপে ১১০ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড

বুমরাহ-শামির তোপে ১১০ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড

ভারতে ‘ভুয়া আইপিএল’, প্রতারিত রাশিয়ানরা

ভারতে ‘ভুয়া আইপিএল’, প্রতারিত রাশিয়ানরা