লিজেন্ডস ক্রিকেট লিগে খেলবেন মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৬ পিএম, ১৪ জুলাই ২০২২
লিজেন্ডস ক্রিকেট লিগে খেলবেন মাশরাফি

চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম।

২০২০ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন মাশরাফি বিন মর্তুজা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নিলেও সেটাই তার ক্যারিয়ারে শেষ ম্যাচ হয়ে আছে।

আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ২০২২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়া ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) খেলেছেন তিনি। এবার আবারও তাকে দেখা যাচ্ছে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের মঞ্চে। তবে সেটা সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট।

চলতি বছর সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশ নিবে তিন দল। ভারত, এশিয়া ও বিশ্ব একাদশ নামে খেলবেন সাবেক ক্রিকেটাররা। এইখানে এশিয়া একাদশের হয়ে খেলবেন মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফি ছাড়াও টুর্নামেন্ট খেলার বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং। এছাড়াও খেলবেন বীরেন্দ্র শেবাগ, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, ব্রেট লি, মুত্তিয়া মুরালিধরন ও ইয়ন মরগান। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট খেলবেন মাশরাফি, হরভজন ও মরগান।

এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্স ও দীনেশ রামদিনসহ অনেকেই খেলবেন এই টুর্নামেন্টে। খেলোয়াড় তালিকায় প্রস্তুত হলেও টুর্নামেন্টের সূচি প্রকাশ করেনি আয়োজক কর্তৃপক্ষ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

২০২৩ বিশ্বকাপ সিনিয়র চারজনের জন্য বিশেষ কিছু: তামিম

২০২৩ বিশ্বকাপ সিনিয়র চারজনের জন্য বিশেষ কিছু: তামিম

লিটনের পরিকল্পনাতেই ওপেনিংয়ে শান্ত!

লিটনের পরিকল্পনাতেই ওপেনিংয়ে শান্ত!

মেডেন ওভারের সংখ্যায় সাকিব-মাশরাফির পাশে নাসুম

মেডেন ওভারের সংখ্যায় সাকিব-মাশরাফির পাশে নাসুম

সাকিব জানে কীভাবে পরিবর্তন আনতে হবে: মাশরাফি

সাকিব জানে কীভাবে পরিবর্তন আনতে হবে: মাশরাফি