১৬ জুলাই শুরু হচ্ছে যুব দলের ক্যাম্প

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২১ পিএম, ১২ জুলাই ২০২২
১৬ জুলাই শুরু হচ্ছে যুব দলের ক্যাম্প

২০২২ যুব বিশ্বকাপের ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই নতুন যুব দল নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৪ যুব বিশ্বকাপকে সামনে রেখে চলতি বছরের ১৬ জুলাই (শনিবার) ক্যাম্প শুরু করবে যুব দল।

যুব দলের হেড কোচের পদ থেকে সরিয়ে দাঁড়িয়েছেন নাভিদ নেওয়াজ। তার স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক হেড কোচ স্টুয়ার্ট ল ও ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়াসিম জাফর।

যুব দলের ক্যাম্প শুরুর আগেই বাংলাদেশ আসবেন তারা। বিষয়টি স্পোর্টসমেইল২৪.কম-কে নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাওসার।

তিনি জানান, বৃহস্পতিবার (১৪ জুলাই) ঢাকায় আসবেন স্টুয়ার্ট ল ও শুক্রবার (১৫ জুলাই) ঢাকায় পা রাখবেন ব্যাটিং পরামর্শক ওয়াসিম জাফর। শনিবার থেকে শুরু হওয়ার ক্যাম্পের শুরু থেকেই থাকবেন এই দুই কোচ।

ক্যাম্পে ৪০ যুব ক্রিকেটারকে ডেকেছে। ১৬ জুলাই রিপোর্টিং শেষে মিরপুরে ফিটনেস অনুশীলন শেষে পুরো দল চলে যাবে বিকেএসপিতে। সেখানেই হবে ক্রিকেটারদের অনুশীলন ম্যাচ। এই বিষয়টি স্পোর্টসমেইল২৪.কম-কে নিশ্চিত করেছেন যুব দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন।

যুব দলকে নিয়ে লম্বা পরিকল্পনার কথাও জানিয়ে রেখেছেন সাজ্জাদ আহমেদ। তিনি বলেন, “খুব তাড়াতাড়ি আমরা স্কোয়াড ছোট করবো না। দলকে দীর্ঘ সময় একসাথে রাখা হবে। পরে যাচাই বাছাই শেষে স্কোয়াড ছোট করার চিন্তা ভাবনা রয়েছে।”

২০২০ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। তবে ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। এবার সাফল্য পেতে মরিয়া বিসিবি, আগে থেকেই শুরু করেছে প্রস্তুতি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

তারুণ্যের হাত ধরে বিশে বিশ্বজয়ের গল্প

তারুণ্যের হাত ধরে বিশে বিশ্বজয়ের গল্প

যুব বিশ্বকাপে আইসিসির সেরা একাদশে বাংলাদেশের রিপন মন্ডল

যুব বিশ্বকাপে আইসিসির সেরা একাদশে বাংলাদেশের রিপন মন্ডল

কন্ডিশন কঠিন নয়, প্রস্তুতি ভালো : রাকিবুল

কন্ডিশন কঠিন নয়, প্রস্তুতি ভালো : রাকিবুল

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারতের যুবারা

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারতের যুবারা