জুয়াড়িদের থেকে অর্থ হাতিয়ে নিতে ভারতে ভুয়া আইপিএল টুর্নামেন্ট আয়োজন করেছে একদল প্রতারক। মূলত রাশিয়ান জুয়াড়িদের অর্থ হাতিয়ে নিতে এই কৌশল অবলম্বন করে তারা। ভারতের পুলিশ চার প্রতারককে গ্রেফতার করার বিষয়টি নজরে এসেছে।
ভারতের গুজরাটে এই ঘটনা ঘটে। প্রতারকরা একটি খামারে এই ম্যাচ আয়োজন করে। খামারের শ্রমিকদের আইপিএলের দলগুলোর জার্সি পরিয়ে ক্রিকেটার হিসেবে উপস্থাপন করা হয়। শুধু ক্রিকেটার নয়, নকল আম্পায়ারও নিয়োগ দেয় তারা। যারা শুধুমাত্র বাউন্ডারি ও উইকেটের জন্য খেলোয়াড়দের ইশারা করতো।
ক্রিকেটার-আম্পায়ার ছাড়াও ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলকে নকল করতে পারেন এমন একজন কেউ নিয়োগ দেয় প্রতারকরা।
নকল আইপিএলের প্রতি ম্যাচ খেলোয়াড়দের ৪০০ রুপি করে দেওয়া হতো। আর ম্যাচগুলো সম্প্রচার করা হতো আইপিএল নামে একটি ইউটিউব চ্যানেলে। ওই চ্যানেলে সম্প্রচারকৃত খেলার শুধু পিচের অংশটুকু দেখা যেত। আর সাউন্ড বক্সের মাধ্যমের দর্শকের হৈ হুল্লোড়ের শব্দ শোনাতো তারা।
মূলত চলতি বছরের মে মাসে শেষ হওয়া আইপিএলের তিন সপ্তাহ পর এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। টুর্নামেন্ট শুরুর পর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত টুর্নামেন্ট চালাতে সক্ষম হয় তারা। এরপরেই প্রতারক আটকা পড়েন পুলিশের ফাঁদে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি চ্যানেলের মাধ্যমে রাশিয়ার জুয়াড়িরা বেটিংয়ে অংশ নেয়। ভারতে জুয়া অবৈধ। সন্দেহভাজনদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং জুয়া খেলার অভিযোগ আনা হয়েছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর