মিডলসেক্সের হয়ে দারুণ পারফর্মেন্সের পর জাতীয় দলের ডাকে কাউন্টি দল ছেড়েছেন শাহীন শাহ আফ্রিদি। তার বদলি মৌসুমের বাকি অংশের জন্য ভারতীয় পেসার উমেশ যাদব। বিষয়টি নিশ্চিত করেছে কাউন্টি দলটি।
চলতি মৌসুমে চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে কাউন্টিতে খেলবেন উমেশ যাদব। এর আগে কাউন্টিতে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চেতেশ্বর পূজারা, ক্রুনাল পান্ডিয়া ও ওয়াশিংটন সুন্দর। চেতেশ্বর পূজারা ও উমেশ যাদব সাদা পোশাকে খেললেও বাকি দুইজনকে রঙিন পোশাকের টুর্নামেন্ট।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে মিডলসেক্সের এখনো পাঁচ ম্যাচ বাকি আছে। এই ম্যাচগুলো খেলার জন্যই চুক্তিবদ্ধ হয়েছেন উমেশ যাদব। শুধু তাই নয়, ওয়ানডে টুর্নামেন্ট রয়্যাল লন্ডন কাপেও তাকে দেখা যাবে। ক্যারিয়ারে প্রথমবারের মতো কাউন্টি ক্রিকেট খেলবেন তিনি।
শাহীন আফ্রিদি জাতীয় দলের হয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছেন। তাই তার বিকল্প হিসেবে উমেশ যাদবকে নিজেদের দলে ভিড়িয়েছে মিডলসেক্স।
ভারতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৫২ টেস্ট, ৭৫ ওয়ানডে ও ৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উমেশ যাদব। এই সময়ে তিন ফরম্যাটে তার শিকার মোট ২৭৩ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে তার শিকার ৩২৭ উইকেট।
উমেশ যাদবের মতো পরীক্ষিত ক্রিকেটারকে দলে নিয়ে বেশ উচ্ছ্বসিত মিডলসেক্স কোচ অ্যালান কোলম্যান। বলেন, “সে দারুণ পারফর্মার। সেই বড় পার্থক্য গড়ে দিতে পারে। কাউন্টি ও লন্ডন কাপে আমাদের শিরোপা জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদী।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর