চলতি বছর স্বাধীনতা ৭৫তম বর্ষ উদযাপন করবে ভারত। স্বাধীনতার এই মহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে বিশ্ব একাদশ ও ভারতীয় দলের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ২২ আগস্ট মাঠে গড়াতে পারে এই ম্যাচ।
স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উপলক্ষে ভারত সরকার ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করছে। সেই উৎসবের অংশ হিসেবে ভারতের সাথে বিশ্ব একাদশের ম্যাচ আয়োজনে ইচ্ছা প্রকাশ করেছে দেশটির সরকার। সেই আয়োজনের দায়িত্ব পড়েছে বিসিসিআইয়ের কাঁধে।
তবে এই ম্যাচটি আদৌ আলোর মুখ দেখবে কি-না তা নিয়েও রয়েছে সন্দেহ। কারণ পরিকল্পিত সময়ে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজ। এছাড়াও ভারতীয় দল সময়ের আগ মুহূর্তে শেষ করবে জিম্বাবুয়ে সফর।
তবে আফ্রিকার দেশটিতে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রামে রাখবে ভারতীয় দল। তাই হয়তো তাদের একাদশ গঠনে খুব একটা বেগ পেতে হবে না। তবে বিশ্ব একাদশ গঠনে বেগ পেতে হতে পারে বিসিসিআইকে। তবে তারকা ক্রিকেটার পাওয়ার জন্য বোর্ডগুলোকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনাও করছে ভারত।
চলতি বছরের ২২ জুলাই ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হবে আইসিসির বার্ষিক সভা। সেখানেই অন্যান্য বোর্ড কর্তাদের কাছে ক্রিকেটার চেতে পারে ভারত। অন্যান্য বোর্ডগুলোর খেলার ব্যস্ততা থাকলে তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার চিন্তাভাবনাও করছে বিসিসিআই।
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজে আঘাত হানা ঝড়ের তহবিল গঠনের জন্য সর্বশেষ ম্যাচ খেলেছিল বিশ্ব একাদশ। ভারতের এই আয়োজন আলোর মুখ দেখলে তিন বছর পর মাঠে নামার সুযোগ পাবে বিশ্ব একাদশ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর